তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
ম্যাচের অন্তিম মুহূর্তে ফাউলের শিকার হয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি। প্রতিপক্ষের ফুটবলারকে ধাক্কা মেরে লাল কার্ড দেখেছিলেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। সেই ধাক্কা দেওয়ার ঘটনায় শাস্তির পরিমাণটা এবার কয়েকগুণ বাড়ল। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে ফ্রেঞ্চ লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এমবাপ্পে।
নিমেসের ফুটবলার তেজি সাভানিয়ের ৯২ মিন্তিয়ের মাথায় এমবাপ্পেকে পেছন থেকে ফাউল করেন। রেগে গিয়ে সাভানিয়েরকে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন এমবাপ্পে। রেফারি পরবর্তীতে দুইজনকেই লাল কার্ড দেখান। ম্যাচের পর এমবাপ্পে সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বলেছিলেন, ভবিষ্যতেও যদি তাকে কেউ এভাবে ফাউল করে, তাহলে একই কাজ করবেন।
ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ আলোচনা শেষে সিদ্ধান্ত নিয়েছে, আগামী তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে এমবাপ্পেকে। ফলে সেন্ট এতিয়েন, রেনেস ও রেইমসের বিপক্ষে ম্যাচ মিস করবেন। নিষেধাজ্ঞা ওঠার চারদিন পরেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
এদিকে শুধু এমবাপ্পে নয়, নিষিদ্ধ হয়েছেন তাকে ফাউল করা সাভানিয়েরও। লিগের পরবর্তী ৫ ম্যাচ খেলতে পারবেন না তিনি।