• নেশনস কাপ
  • " />

     

    বিশ্বকাপ জয়ের 'ঘোর' থেকে ফ্রান্সকে বেরিয়ে আসতে হবে: দেশম

    বিশ্বকাপ জয়ের 'ঘোর' থেকে ফ্রান্সকে বেরিয়ে আসতে হবে: দেশম    

     

    ২০ বছর আগে নিজে বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে। দিদিয়ের দেশম আবারও তুলে ধরেছেন বিশ্বকাপ ট্রফিটা, তবে এবার ফ্রান্সের কোচ হিসেবে। রাশিয়া বিশ্বকাপের অভাবনীয় সাফল্যের পর আজ প্রথমবারের মতো মাঠে নামছে ফ্রান্স। ইউয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ফ্রান্স। দেশম বলছেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চাপ না নিয়ে সেটাকে ‘শক্তি’ বানিয়েই এখন থেকে খেলতে হবে ফ্রান্সকে।

    বিশ্বকাপ জয়ের উন্মাদনা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে গ্রিজমানদের, সতর্ক করলেন দেশম, ‘আশা করি আমার ফুটবলাররা এই শিরোপাকে শক্তি হিসেবেই কাজে লাগাবে, এটাকে বোঝা বানিয়ে ফেলবে না। আমরা যদি বিশ্বকাপ জয়ের সেই ঘোর থেকে বের হতে না পারি, তাহলে খুব দ্রুতই আমরা জয়ের ধারা থেকে ছিটকে যাবো। জার্মানি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল, হয়ত তারা সেখানে ভালো করতে পারেনি। কিন্তু তারা শক্তিশালী দল। তাদের বিপক্ষে সেরাটাই দিতে হবে।’

    ইউরোপিয়ান ফুটবলের নতুন সংযোজন নেশনস লিগ কাপ নিয়ে আলোচনার শেষ নেই। দেশম মনে করেন, এটা সবার জন্যই ভালো হবে, ‘নেশনস লিগ ইউরোতে কোয়ালিফাই করার জন্য দারুণ এক সুযোগ। ফরম্যাটটা একেবারেই আনকোরা, তাই শুরুতে সবার বুঝতে একটু কষ্টই হচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ, সবার জন্য এটা উপকারী হবে।’

    রাতে আলিয়েঞ্জ অ্যারেনায় জার্মানির মুখোমুখি হবে ফ্রান্স।