ফুটবল নিয়ে উদাসীন সানে: ক্রুস
বিশ্বকাপ স্কোয়াড থেকে তার বাদ পড়া নিয়ে কম আলোচনা হয়নি। জার্মানির বিশ্বকাপ ব্যর্থতার পর ইউয়েফা নেশনস কাপকে সামনে রেখে আবারও দলে ফিরেছেন লেরোয় সানে। সানের জার্মানি সতীর্থ টনি ক্রুস বলছেন, ফুটবল নিয়ে খুব বেশি উদাসীন সানে।
২২ বছর বয়সী সানের শারীরিক ভাষা নিয়ে যারপরনাই হতাশ ক্রুস, ‘জার্মানি হারুক অথবা জিতুক, সানের মাঝে কোনো প্রভাবই পড়ে না! খুব অদ্ভুত ব্যাপার এটা। মনে হয় তার ফুটবল নিয়ে কোনো আগ্রহই নেই! তাকে এটা বদলাতে হবে। সে এখন তরুণ, সামনে তার পুরো ক্যারিয়ারটাই পড়ে রয়েছে।’
সানের ওপর বিরক্ত হলেও তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ক্রুস, ‘সে সিটির হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে। তবে জার্মানির হয়ে যে সমস্যা, সেটা সিটিতেও আমি লক্ষ্য করেছি। হয়ত লো এই ব্যাপারটা খেয়াল করেই তাকে দলে নেননি। তবে যদি সে পারফর্ম করে, তাহলে সে জার্মানির জন্য দারুণ এক হাতিয়ার হবে। আশা করি সে নিজেকে ওইভাবেই প্রস্তুত করবে সামনের দিনগুলোর জন্য।’
ক্রুসের কথা কানে নিয়ে বদলে যাবেন কিনা সানে, সেটা সময়ই বলে দেবে।