'২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে সাকিব খেলবে কীভাবে?'
ঘটনার শুরু দিন তিনেক আগে। দেশের একটি শীর্ষ অনলাইন পত্রিকায় এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বললেন, দলের প্রয়োজনে ব্যথা নিয়েই খেলবেন এশিয়া কাপ। পরের দিন আরেকটি শীর্ষ ইংরেজি দৈনিকে সাকিব বললেন, তিনি ২০-৩০ শতাংশ ফিট। এর পরেই উঠে গেছে প্রশ্ন, ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে সাকিব কি এশিয়া কাপে খেলতে পারবেন? কোচ ও অধিনায়ককে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল। কোচ স্টিভ রোডস সরাসরি বললেন, তিনি মনে করেন না সাকিব ২০-৩০ শতাংশ ফিট। আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। কিন্তু বিসিবি এ নিয়ে কী ভাবছে? আজ মিরপুরে প্যাভিলিয়নকে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সরাসরি বললেন, সাকিবের এমন দুই ধরনের কথায় বিসিবি খুবই বিব্রত। বিসিবি মনে করে, মিডিয়ার সঙ্গে কথা বলার আগে সাকিবের বোর্ডকে এ ব্যাপারে জানানো উচিত ছিল।
এই বছর ত্রিদেশীয় সিরিজের পর থেকে যে চোট সাকিবকে ভোগাচ্ছে, সেটা নিয়ে কম জলঘোলা হয়নি। শ্রীলঙ্কা সিরিজের পর নিদাহাস ট্রফির শুরুতেও সাকিব খেলতে পারেননি, আইপিএলের পর খেলেছেন আফগানিস্তান সিরিজে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দিকে আঙুলের ব্যথা এতোটাই তীব্র হয়েছিল, সাকিবের না খেলার শংকাও জেগেছিল। শেষ পর্যন্ত ব্যথানাশক ইনজেকশন নিয়ে সাকিব খেলেছেন। এশিয়া কাপে সাকিবকে পাওয়া যাবে কি না, এর পরেই জেগেছিল প্রশ্ন।
সাকিব শুরুতে বলেছিলেন, অস্ত্রোপচার ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই করতে চান। পরে বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন, সাকিব সিদ্ধান্ত বদলে জিম্বাবুয়ে সিরিজের সময়ই করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সাকিব হজ্ব পালন করেছেন, এরপর উড়ে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে সরাসরি যোগ দেবেন আমিরাতে। কিন্তু ’২০-৩০ শতাংশ ফিট’ বলার পর প্রশ্ন উঠেছে, সাকিব এই ফিটনেস নিয়ে খেলবেন কীভাবে?
জালাল ইউনুস আজ সরাসরি এই প্রশ্নটাই তুলেছেন, ‘সাকিবের উচিত ছিল মিডিয়াতে এটা নিয়ে কিছু বলার আগে বোর্ডের সঙ্গে কথা বলে। এখন বোর্ড এ ব্যাপারে কিছুটা বিভ্রান্ত। সাকিবের এই কথা বোর্ডকেও বিব্রতকর পরিস্থিতিতেও ঠেলে দিয়েছে।’
জালাল ইউনুস বলছেন, ’২০-৩০ শতাংশ ফিট হলে ও কীভাবে খেলবে সেটা বুঝতে পারছি না। ৬০-৭০ শতাংশ ফিট হলেও কথা ছিল। ও যেহেতু আমিরাতে যেতে চাইছে, দলের সঙ্গে ও থাকবে। কিন্তু ও খেলবে কি না সেটা এখন বলা যাচ্ছে না। মুমিনুল হক ওখানে যাচ্ছে, সাকিবের বিকল্প হিসেবে তাঁকে ভাবা হচ্ছে। আর সাকিব যদি এই অবস্থায় খেলতে গিয়ে কোনো সমস্যায় পড়ে, সেটার দায়িত্বও তো আমাদের।’ সাকিব হুট করে না খেললে দলের প্রস্তুতিতেও যে সেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটি মানলেন জালাল ইউনুস, ‘সাকিব না খেলার সিদ্ধান্ত আগে নিলে আমাদের প্রস্তুতি অন্যরকম হতে পারত। ’
যদ্দুর জানা যাচ্ছে, সাকিব শেষ পর্যন্ত দলের সঙ্গে যাচ্ছেন। কিন্তু মাঠে নামবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার চেয়েও বড় প্রশ্ন, সাকিব আসলে কতটা ফিট?