পেরুকে হারাতেও ঘাম ঝরাতে হলো জার্মানিকে
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। ইউয়েফা নেশনস কাপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষেও জয়ের দেখা পায়নি জার্মানি। অবশেষে জয়ের ধারায় ফিরল জোয়াকিম লোর দল। পিছিয়ে পড়েও প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জার্মানরা।
ম্যাচের প্রথম ২০ মিনিটে অনেকগুলো আক্রমণ সাজিয়েছিল জার্মানি। ম্যাথিয়াস গিন্টার ও মার্কো রয়েস গোলও পেতে পারতেন। স্রোতের বিপরীতে অবশ্য লিড নেয় পেরুই। ক্রিশ্চিয়ান কুয়েভার পাসে বল পেয়ে গোল করেন লুইস অ্যাভিঙ্কুলা।
সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি জার্মানরা। ২৫ মিনিটে জুলিয়ান ব্র্যান্ডের গোলে ম্যাচে ফেরে জার্মানি। টনি ক্রুসের পাসে অনেকটা অসম্ভব অ্যাঙ্গেল থেকেই শট নিয়েছিলেন তিনি। প্রথমার্ধে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই।
দ্বিতীয়ার্ধে জার্মান রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে ২৬ বছর পর এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া পেরু। রাউল রদ্রিগেজ, পেদ্রো আকুইনো, জেফারসন ফারফান; সুযোগ পেয়েছিলেন সবাই। তবে শুধু কাঙ্ক্ষিত গোলটাই আসেনি। ৫৮ মিনিটে টের স্টেগেনকে একা পেয়েও পেরুকে এগিয়ে দিতে পারেননি ফারফান।
ম্যাচের তখন ৫ মিনিট বাকি, আরেকবার ড্র নিয়েই মাঠ ছাড়ার অপেক্ষায় জার্মানরা। ১৫ মিনিট আগেই অভিষেক হওয়া নিকো শুলজ অবশ্য সেটা হতে দিলেন না। নিলস পিটারসেনের পাসে বল আয়ত্তে নিয়ে করলেন দারুণ এক গোল। তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে স্বস্তির জয় পেল জার্মানি।