ইউনাইটেডের কোচ হচ্ছেন জিদান?
গত মৌসুমের শেষে সবাইকে চমকে দিয়েই বিদায় বলেছিলেন রিয়াল মাদ্রিদকে। জিনেদিন জিদানকে আবার কবে ডাগআউটে দেখা যাবে, সেটা নিয়ে কম আলোচনা হয়নি। এবার জিদান নিজেই জানালেন, খুব দ্রুতই কোচিংয়ে ফিরছেন তিনি। গুঞ্জন উঠেছে, তাকে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবেও!
রিয়ালে যোগ দেওয়ার পর একের পর এক সাফল্য ধরা দিয়েছিল। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার কয়েক ঘণ্টার মাঝেই জিদান ঘোষণা দেন, রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
এরপর পেরিয়ে গেছে বেশ কয়েক মাস। স্প্যানিশ মিডিয়া টিভিইকে দেওয়া এক সাক্ষাতকারে জিদান বলছেন, বেশিদিন আর কোচিং থেকে দূরে থাকতে চান না তিনি, ‘আমি খুব তাড়াতাড়িই কোচিংয়ে ফিরছি। আমি আজীবন এই কাজটা খুব ভালোবাসি, সবসময়ই এটার মাঝে থাকতে চাই।’
ফিরে এসে কোন ক্লাবের দায়িত্ব নেবেন জিজু? ইংলিশ পত্রিকা দ্যা মিরর বলছেন, জিদানকে দেখা যেতে পারে হোসে মরিনহোর জায়গায়! এই মৌসুমে খুব একটা ভালো করতে পারছে না ইউনাইটেড, মরিনহোকে বরখাস্ত করে জিদানকেই করা হতে পারে নতুন কোচ।