• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পেদ্রোয় ম্যারাডোনার ছায়া!

    পেদ্রোয় ম্যারাডোনার ছায়া!    

    অভিষেকেই একজন খেলোয়াড়ের কাছ থেকে গোল আশা করাটা হয়তো বাড়াবাড়িই। কিন্তু পেদ্রোর ওপর সবার নজরটা একটু বেশিই ছিল। অনেক নাটকের পর বলতে গেলে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখ থেকে এই উইঙ্গারকে ছোঁ মেরে নিয়ে গেছে চেলসি। নতুন ক্লাবের হয়ে ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে অভিষেকেই এক গোল ও এক অ্যাসিস্ট ইউনাইটেড সমর্থকদের হতাশাটা আরও বাড়িয়েই দেবে। উচ্ছ্বসিত হোসে মরিনহো তো এই অভিষেককে ম্যারাডোনার সাথেই তুলনা করে ফেলেছেন, “এটা ম্যারাডোনার মত ছিল না, তবে তার কাছাকাছি।”

     

    চেলসি টিভিতে দেয়া সাক্ষাৎকারে মরিনহো জানিয়েছেন, “পেদ্রো অনেক ভালোমানের খেলোয়াড়। তবে বড় বড় তারকা ফুটবলাররাও ইংলিশ লীগে এসে দ্রুত পারফর্ম করতে ব্যর্থ হয়েছে, আর তাই তাকে নিয়েও একটু চিন্তা ছিল। চেলসি সহ বিভিন্ন ক্লাবেই এরকম দৃষ্টান্ত রয়েছে। সে যেভাবে এসেই পারফর্ম করেছে তা প্রশংসার যোগ্য।”

     

    পেদ্রো চেলসিতে যোগ দেয়ার পর থেকেই তার সাথে দলের বোঝাবোঝিটা যেন ভালো হয় সেজন্য প্রতিদিন কাজ করেছেন বলে জানালেন, ”তার কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিলাম; কারণ, সে দারুণ একটা প্রাক-মৌসুম কাটিয়ে এসেছে। তার মধ্যে মুহূর্তটা নিজের করে নেয়ার ক্ষমতা আছে। পেদ্রোর প্রতিভা নিয়ে আমার সন্দেহ ছিল না। আমি বরং সে দলের সাথে কতটা মানিয়ে নিতে পারবে সেটা নিয়ে চিন্তিত ছিলাম।”