আফগানিস্তান প্রিমিয়ার লিগে সতীর্থ তামিম-মুশফিক
আফগানিস্তান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন দুজন, জানা গিয়েছিল আগেই। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম থাকছেন সতীর্থ হয়েই। তাদের দুজনকেই কিনেছে নাঙ্গরহর ফ্র্যাঞ্চাইজি।
গতকাল দুবাইতে ৩৫০ জন ক্রিকেটারকে প্রথম দফায় নিলামে তোলা হয়। খেলোয়াড় ড্রাফটে তামিম ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তাকে ৬৩ লাখ টাকায় কিনেছে পাঁচ ফ্র্যাঞ্চাইজির একটি নাঙ্গরহর। অন্যদিকে নাঙ্গরহর সিলভার ক্যাটাগরিতে থাকা মুশফিককে কিনেছে ২৫ লাখ টাকায়।
তামিম-মুশফিক ছাড়াও খেলোয়াড় ড্রাফটে আছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, লিটন দাস, আবুল হাসান, সাইফউদ্দিন, আবু হায়দার, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সানজামুল ইসলামরা অবশ্য এখনও দল পাননি। তাদের মাঝে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন আশরাফুল।
আগামী ৫ অক্টোবর শুরু হবে আফগান প্রিমিয়ার লিগের প্রথম আসর। ২১ অক্টোবর শারজাহতে হবে টুর্নামেন্টের ফাইনাল।