আবারো আর্জেন্টিনার কোচ হচ্ছেন মার্টিনো?
হোর্হে সাম্পাওলির বিদায়ের পর থেকেই নতুন কোচের সন্ধানে আছে আর্জেন্টিনা। কে হবে লিওনেল মেসিদের পরবর্তী কোচ, সে নিয়ে আলোচনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে, আর্জেন্টিনার নতুন কোচ হতে পারেন আগেও আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা টাটা মার্টিনো।
২০১৪ থেকে ২০১৬, দুই বছর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন মার্টিনো। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হারার পর নিজেই সরে দাঁড়ান কোচের পদ থেকে। এর তিন মাসের মাথায়ই মেজর সকার লিগের আটলান্টা ইউনাইটেডের কোচ হন মার্টিনো।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, ৫৫ বছর বয়সী মার্টিনো এই মৌসুমেই ছাড়বেন আটলান্টার দায়িত্ব। এরপর দ্বিতীয় মেয়াদে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেবে। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিংবা মার্টিনোর পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।