ওয়েঙ্গার হয় নির্বোধ নয়তো বোকা !
২০০৪ এর পর থেকে ইংলিশ লীগের শিরোপা জেতা হয় নি আর্সেনালের। আর্সেনালের কোচ এবার শিরোপা জয়ের আশা করলেও লীগের গত তিন ম্যাচে গানাররা জয় পেয়েছে মাত্র একটিতে, একটি ড্র আর অন্যটিতে হার। আর তাই ইংল্যান্ড জাতীয় দলের সহকারী ম্যানেজার গ্যারি নেভিল রীতিমত আর্সেন ওয়েঙ্গারের দল বদলের নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার মতে,”ওয়েঙ্গার হয় নির্বোধ নইলে অহংকারী।”
নেভিল মনে করেন ওয়েঙ্গার সাবেক অধিনায়ক প্যাট্রিক ভিয়েরার বদলি খেলোয়াড় দলে ভিড়াতে ব্যর্থ হয়েছেন এবং এই দল নিয়ে শিরোপা জেতা সম্ভব নয়। তাছাড়া তিনি সান্তি ক্যাজোরলা ও ফ্রাঞ্চিস কোক্যুইলিনকে শুরু থেকে মিডফিল্ডে খেলানো নিয়েও প্রশ্ন তুলেছেন,”তারা ভালো খেলোয়াড়। ক্যাজোরলার খেলা দুর্দান্ত। কিন্তু, আমি আর্সেনালের শিরোপা জেতা নিয়ে কথা বলছি। তারা ফ্যাব্রেগাস কিংবা পল স্কোলসের মত খেলা নিয়ন্ত্রণ করতে পারে না।”
গানার বস আর্সেন ওয়েঙ্গারের দল বদলের এমন নীতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে নেভিল বলেন,”আমার কাছে মনে হয় এটা তার অহংকার। আমি এটাই বিশ্বাস করি। প্রতিপক্ষের দলের উপর প্রভাব ফেলার জন্য নিজের দল পরিবর্তন না করা আসলেই বোকামি আর নয়ত অহংকার। কারন, তারা এভাবে হেরেই যাচ্ছে। লীগে ব্ল্যাকবার্ন থেকে ম্যানচেস্টার সিটির মত দলের বিপক্ষে খেলতে এমন খেলোয়াড়ের প্রয়োজন যারা দলকে নেতৃত্ব দিতে পারবে।”
এদিকে আর্সেন ওয়েঙ্গার লিভারপুলের সাথে গোলশুন্য ড্র করার পর এক সাক্ষাতকারে নেভিলের সমালোচনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন তার দলবদলের সব সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেওয়া,”আমি এখানে অহংকারের কিছু দেখছি না। আমি ভালো কিছু করতেই চেষ্টা করি। আমাকে বিচার করার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দিলাম।”
গানার বস আরো জানান,“প্রত্যেকেরই নিজস্ব মত রয়েছে। আমি তার (নেভিলের) কথা ভুল প্রমান করে দেখাতে পারি। তবে আজ আর সেই বিতর্কে যাচ্ছি না। আমি মনে করি আমি কখন ভুল এবং কখন সঠিক তা জানার মত আমার যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।”