কেইনদের 'আক্রমণাত্মক ফুটবল' খেলতে বললেন পচেত্তিনো
মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লিভারপুল, ১২ পয়েন্ট আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ঘরের মাঠে আজ সেই লিভারপুলের সাথেই খেলবে টটেনহাম। স্পার্স কোচ মাউরিসিও পচেত্তিনো বলছেন, মোহামেদ সালাহদের বিপক্ষে জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবলের কোনো বিকল্পই নেই।
৪ ম্যাচের ৪ জয়, এই মৌসুমে লিভারপুল একটিও পয়েন্ট খোয়ায়নি। অন্যদিকে ৪ ম্যাচে একটিতে হেরে পঞ্চম স্থানে আছে টটেনহাম। আজকে ম্যাচে লিভারপুলকে হারাতে পারলে শীর্ষ তিনে উঠে আসার সম্ভাবনা রয়েছে টটেনহামের।
পচেত্তিনো মনে করেন, হ্যারি কেইনদের আক্রমণ ছাড়া আর কিছু ভাবা উচিত হবে না, ‘ইউনাইটেডের বিপক্ষে আমরা কীভাবে খেলে জিতেছি সেটা সবারই মনে আছে। মাঠে ওই একই খেলার ধরনটা ফিরিয়ে আনতে হবে। ওয়াটফোর্ডের বিপক্ষে খেয়াল করে দেখবেন, আমরা খুবই ধীরগতির ফুটবল খেলেছি, সেটার মাশুলও দিতে হয়েছে।’
লিভারপুলকে হারাতে হলে ম্যাচের পুরো সময়টাই মনযোগী হতে হবে টটেনহামকে, মানছেন পচেত্তিনো, ‘লিভারপুলের মতো দলের বিপক্ষে এক মুহূর্তের জন্যও মনোযোগ হারান যাবে না। ম্যাচ যদি ৯৫ মিনিটেরও হয়, শেষ সেকেন্ড পর্যন্ত সবাইকে মনোযোগটা ধরে রাখতে হবে।’