• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পগবা ইউনাইটেডেই থাকছেন: মরিনহো

    পগবা ইউনাইটেডেই থাকছেন: মরিনহো    

     

    নিজের ফর্ম ভালো যাচ্ছে না, দলও খুব একটা স্বস্তিতে নেই। পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান, এমন খবরও ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। তবে দলের কোচ হোসে মরিনহো বলছেন, পগবা ইউনাইটেডেই থাকবেন।

    মৌসুমের শুরু থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে ১০ম স্থানে। এরই মাঝে দুই ম্যাচ হেরে যাওয়া শীর্ষে থাকা লিভারপুল, ম্যানচেস্টার সিটিদের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রেড ডেভিলসরা।

    এসবের মাঝে দলের অন্যতম ভরসা পগবার দল ছাড়ার খবরে কিছুটা বিরক্ত মরিনহো, ‘পগবা তো আমাকে বলেনি যে সে ক্লাব ছাড়তে চাই। এর মানে কী দাড়ায়? সে এখানেই থাকবে। এটাই আমার শেষ কথা। যদি ইউনাইটেড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে একজন ফুটবলার ক্লাব ছাড়ছে, তাহলেই কেবল আমি সেটা বিশ্বাস করব।’

    মরিনহোর সাথে ফুটবলারদের দ্বন্দ্বের ব্যাপারটা কারো অজানা নয়। তবে ইউনাইটেডে ‘সুখেই’ আছেন পগবা, বলছেন মরিনহো, ‘প্রিমিয়ার লিগ শুরুর এক সপ্তাহ আগে পগবা দলের সাথে যোগ দিয়েছে। এরপর তো অনেকটা সময় পেরিয়ে গেল। সে তো ক্লাব ছাড়া অথবা অসুখী থাকার ব্যাপারে আমাকে কিংবা অন্য কাউকে কিছুই বলেনি। এসব কথা নিয়ে আলোচনা না করে খেলার দিকেই সবার দৃষ্টি দেওয়া উচিত।’

    রাতে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড।