আগুয়েরো-সিলভাদের ওপর রেগে আছেন গার্দিওলা
৫ ম্যাচের ৪ টিতেই জয়, অন্যটি ড্র। গত মৌসুমে রেকর্ড গড়ে লিগ জেতা ম্যানচেস্টার সিটির শুরুটা খারাপ হয়নি। শনিবার ফুলহামকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার সিটি। কিন্তু এই জয়ের পড়েও খুব একটা খুশি নন সিটি কোচ। গার্দিওলা বলছেন, সিটির খেলা দেখে রীতিমত রেগে গিয়েছিলেন তিনি!
কিন্তু গার্দিওলা কেন রাগলেন? ফুলহ্যামের বিপক্ষে সিলভা-আগুয়েরোদের নিজেদের মাঝে বল আদান প্রদানের দুর্বলতাই হতাশ করেছে গার্দিওলাকে, ‘সহজ পাস যখন মিস হতে দেখি, নিজেকে সামলাতে পারি না। একজনের পায়ে বল আছে, সে অতিরিক্ত কিছু করতে গিয়ে বল হারিয়েছে, সেটাও খুব বাজে ব্যাপার। আমি খুবই রাগান্বিত, এটা দলের সবাই জানে। এসব ব্যাপার নিয়ে আমদের মাঝে অনেকবার কথা হয়েছে। তার গোল মিস করুক, অ্যাসিস্ট দিতে না পারুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ বল পাসিংয়ে ভুল হওয়া মানা যায় না।’
পরশুই শুরু হবে সিটিজেনদের এবারের চ্যাম্পিয়নস লিগ মিশন। মৌসুমের প্রথম ম্যাচের আগেই নিজেদের ‘শুধরে’ নিতে বললেন গার্দিওলা, ‘সবাই বলে, আমরা ফেভারিট, আমরাও অনেকদূর যাব। সবার উচিত ভালো খেলে এটা দেখিয়ে দেওয়া। চ্যাম্পিয়নস লিগে ভুলের কোনো সুযোগ নেই। এবার আমাদের লক্ষ্য গতবারের চেয়ে ভালো করা। সেটার জন্য নিখুঁত ফুটবলের বিকল্প নেই।’
বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিঁওর মুখোমুখি হবে গার্দিওলা।