পোষা কুকুরের কামড়ে 'মাঠের বাইরে' ডি'আরসি শর্ট
নাম রালফ। জাতে পিটবুল। ডি’আরসি শর্টের পোষা কুকুর।
রালফের কারণেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান খেলতে পারছেন না তার দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে। নিজের পোষা কুকুরের কামড়ে হাতে গভীর ক্ষত হয়েছিল শর্টের, লেগেছিল সেলাইও। সপ্তাহ দুয়েক আগের ঘটনা এটি, তবে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচটা খেলা হবে না তার।
“ডি’আরসির সঙ্গে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে তার কুকুরের সঙ্গে খেলতে গিয়ে একটা খেলনার মাঝে হাত পড়ে কামড় খেয়েছে সে। হাতের তালুকে গভীর ক্ষত ছিল,” ওয়াকার স্পোর্টস মেডিসিন ম্যানেজার নিক জোনস বলেছেন এক বিবৃতিতে।
“তার কয়েকটা সেলাই লেগেছে, সঙ্গে ‘সার্জিক্যাল ওয়াশ-আউট’। এ সপ্তাহে ব্যাটিং ও ফিল্ডিং শুরু করেছে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাকে বিবেচনা করা হবে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। এর মাঝে খেলেছেন তিনটি ওয়ানডে ও দশটি টি-টোয়েন্টি। শর্টের দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ছিল নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে, ঘরের মাঠে।
অবশ্য সাম্প্রতিক সময়ে কুকুরের প্রভাবে খেলতে না পারা প্রথম ক্রিকেটার নন শর্ট। এর আগে ২০১৬ সালে নিজের ‘জ্যাক রাসেল’কে নিয়ে হাঁটতে বেরিয়ে হাঁটু মচকে টেস্ট মিস করেছিলেন দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার কুইন্টন ডি কক।