• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মরিনহোর ছেলের মেসি-প্রীতি!

    মরিনহোর ছেলের মেসি-প্রীতি!    

    ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো এখন চেলসি কোচ। এর আগে কাজ করেছেন পোর্তো, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে। মেসি কখনোই তাঁর প্রিয় খেলোয়াড়ের তালিকায় ছিলেন না। কিন্তু, পুত্র মরিনহো জুনিয়র জানালেন এই ক্লাবগুলো পছন্দ হলেও তার সবচেয়ে প্রিয় বার্সেলোনা। আর তার প্রিয় খেলোয়াড় হলেন লিওনেল মেসি।

     

    কয়েকদিন আগেই মরিনহো জুনিয়র তার টুইটার অ্যাকাউন্টে বার্সার জার্সি (মেসির নাম লেখা) পড়ে ছবি পোস্ট করে লেখেন,”রাজার জার্সি!!! আজীবন মেসি!” তাছাড়া কাতালানরা উয়েফা সুপারকাপ জেতার পর মরিনহো পুত্র বার্সাকে নিয়ে টুইটে লিখেছিল,”বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে বিশ্বের সেরা দল...এফসি বার্সেলোনা! লিও মেসি এবং চ্যাম্পিয়ন্স!!”

     

     

     

    সাম্প্রতিককালে হোসে মরিনহোর সাথে বার্সার সময়টা মোটেই ভালো যাচ্ছে না। যদিও বর্তমান চেলসি বস একসময় ন্যু ক্যাম্পে ববি রবসন ও লুই ফন গালের সাথে কাজ করেছিলেন। এরপর একে একে পোর্তো, চেলসি, ইন্টার মিলানে সফল কোচিং ক্যারিয়ারের পার করে যোগ দিয়েছিলেন বার্সার চিরপ্রতিপক্ষ রিয়াল মাদ্রিদে। গত কিছুদিন ধরেই মরিনহোর অভিযোগ করে আসছেন,”কাতালানরা রেফারিকে প্রভাবিত করতে মাঠে অভিনয় করে।”

     


    এদিকে ‘দ্য স্পেশাল ওয়ান’ চেলসিতে ফেরায় পুত্র মরিনহো জুনিয়র লন্ডনে ফুটবল খেলা শুরু করেছে। বর্তমানে মরিনহো পুত্র ফুলহ্যামের অনূর্ধ্ব-১৬ দলের গোলকিপার হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে। গত কয়েকবছরে মরিনহো জুনিয়র বিভিন্ন সময়ে কয়েকটি ক্লাবকে সমর্থন করেছে। ৪/৫ টা ফুটবল ক্লাবকে তার সাপোর্ট করার কারণগুলোও খুবই মজাদার।