থুতু ছিটিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ কস্তা
ঘটনার পরপরই আভাস পাওয়া গিয়েছিল, বড়সড় শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। প্রতিপক্ষের ফুটবলারকে থুতু মেরে নিষেধাজ্ঞাই পেতে হলো জুভেন্টাসের ডগলাস কস্তাকে। আগামী চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ব্রাজিলিয়ান।
সাসুউলোর বিপক্ষে ৯০ মিনিটের মাথায় ফেডেরিকো ফ্রানসেস্কোর সাথে তর্কে জড়িয়ে পড়েন কস্তা। ঘটনার কিছুক্ষণ আগেই তাকে ফাউল করেছিলেন ফ্রানসেস্কো। এতেই খেপে গিয়ে তাকে ধাক্কা দেন, তর্কের এক পর্যায়ে তার গায়ে থুতুও দেন কস্তা। ভিএআরের সাহায্যে কস্তাকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের পর জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি বলেছিলেন, কস্তার জন্য শাস্তি অপেক্ষা করছে। যদিও এই ঘটনার জন্য ম্যাচের পরপরই ক্ষমা চেয়েছিলেন কস্তা।
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য সিরি আ কর্তৃপক্ষ কস্তাকে ৪ ম্যাচে জন্য নিষিদ্ধ করেছে। তাকে অবশ্য কোনো জরিমানা করা হয়নি। এই নিষেধাজ্ঞার কারণে লিগের ফ্রসিনোন, বোলগনা, নাপোলি ও উদিনেসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না কস্তা।
সিরি আর পক্ষ থেকে শাস্তি আসলেও এখন জুভেন্টাসের পক্ষ থেকে কস্তার বিপক্ষে কোনো শাস্তির ঘোষণা দেওয়া হয়নি।