ভিএআর থাকলে লাল কার্ড পেতেন না রোনালদো: আলেগ্রি
রেফারি যখন লাল কার্ড দেখালেন, অবিশ্বাস আর হতাশায় হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ম্যাচের ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি বলছেন, ভিএআর থাকলে রোনালদোকে লাল কার্ড দেখতে হতো না।
রোনালদোর সাথে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে মাটিতে পড়ে যান ভ্যালেন্সিয়ার জেইসন মুরিলো। মুরিলোর চুলে হাত দিয়ে রাগ ঝেড়েছিলেন সিআর সেভেন। রেফারি ফেলিক্স ব্রিচের চোখ এড়িয়ে গেলেও সহকারী রেফারি সেটা ঠিকই দেখেছেন, রেফারিকে বলার পর তিনি লাল কার্ড দেখান রোনালদোকে। চোখের পানিতেই মাঠ ছেড়েছেন ক্ষুব্ধ রোনালদো।
আলেগ্রি মনে করেন, ভিডিও রিভিউ থাকলে কার্ড দেখতে হতো না রোনালদোকে, ‘ভিএআর থাকলে এরকমটা হতো না। রেফারি অবশ্যই বুঝতে পারতেন যে তিনি ভুল করেছেন। মাত্র ২০ মিনিটের মাথায় আমরা ১০ জনের দলে পরিণত হয়েছি। রোনালদো মুরিলোর মাথায় কোনো আঘাত করেনি। ড্রেসিংরুমে রোনালদো খুব বেশি রেগে ছিল, কিন্তু আমরা কী বা করতে পারি।’
এই লাল কার্ডের ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ থাকতে পারেন রোনালদো। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না তার পুরনো ঘর ওল্ড ট্রাফোর্ডে। রোনালদোর নিষেধাজ্ঞা ভাবাচ্ছে আলেগ্রিকে, ‘ নিষেধাজ্ঞাটা আরও বাড়বে কিনা সেটা নিয়েও দুশ্চিন্তায় আছি। আমরা অবশ্যই ইউয়েফার কাছে আবেদন করবো। রেফারি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা একদমই ঠিক ছিল না।’
শেষ পর্যন্ত রোনালদো ওল্ড ট্রাফোর্ডে যেতে পারেন কিনা, সেটা জানা যাবে খুব দ্রুতই।