• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ৩৭ হলুদ কার্ডে রামোসের 'রেকর্ড'

    ৩৭ হলুদ কার্ডে রামোসের 'রেকর্ড'    

     

    ম্যাচের আধ ঘণ্টাও পেরোয়নি। রোমার স্টিভেন এনজঞ্জিকে স্লাইডিং ট্যাকেল করে মাটিতে ফেলে দিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। রেফারির সেই ফাউল পছন্দ হলো না, রামোসকে দেখিয়ে দিলেন হলুদ কার্ড। এই কার্ড দেখেই ‘রেকর্ড’ গড়লেন রামোস। ৩৭ হলুদ কার্ড নিয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি হলুদ কার্ড এখন তারই।

    ৩২ বছর বয়সী রামোস চ্যাম্পিয়নস লিগে হলুদ কার্ড দেখা ফুটবলারদের তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল স্কোলসের সাথে। দুজনেই পেয়েছিলেন ৩৬ টি হলুদ কার্ড। কাল রোমার বিপক্ষে কার্ড দেখে স্কোলসকে ছাড়িয়ে গেছে রামোস।

    সব মিলিয়ে সবচেয়ে বেশি হলুদ কার্ডের মালিক হওয়ার পাশাপাশি এক মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ডও দেখেছেন রামোস। ২০১০-১১ ও ২০১২-১৩ মৌসুমে ৫টি করে হলুদ কার্ড দেখেছেন রামোস।
    লা লিগায় সবচেয়ে বেশিবার লাল কার্ড দেখা রামোস চ্যাম্পিয়নস লিগে আছেন তালিকার দ্বিতীয় স্থানে। এখন পর্যন্ত তিনবার লাল কার্ড এখে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে।