সাত নম্বর জার্সির গুরুত্বটা বোঝেন ডিয়াজ
রিয়াল মাদ্রিদের ৭ নম্বর জার্সি গায়ে চড়িয়েছেন সব কিংবদন্তীরা। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর সেই জার্সি গেছে মারিয়ানো ডিয়াজের কাছে। রিয়ালের এ সিদ্ধান্তটা একটু চমকই ছিল। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে প্রথম ম্যাচেই অবশ্য ডিয়াজ অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। রিয়ালের জয়ে তৃতীয় গোলটি তারই করা। ম্যাচের পর ডিয়াজ জানিয়েছেন, ৭ নম্বর জার্সিটা পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন কিন্তু এই জার্সির আলাদা কোনো চাপ তিনি অনুভব করছেন না।
রিয়ালের একাডেমিতেই ছিলেন ডিয়াজ। মূল দলেও ছিলেন এক মৌসুম, যদিও অনিয়মিত। এক মৌসুম অলিম্পিক লিঁওতে কাটিয়ে আবার তাকে ফিরিয়ে এনেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে শেষদিকে নেমেছিলেন। অভিষেকের মাত্র কয়েক মিনিটেই দারুণ এক গোল করে সব আলো কেড়ে নিয়েছেন তিনি। এই মুহুর্তের জন্যই এতদিন অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন ম্যাচ শেষে, "আমার তর সইছিল না। আমি প্রতিদিনই কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে পারি। সাত নম্বর জার্সি পরা বিশাল একটা দায়িত্বের ব্যাপার। কারণ এই জার্সি আগে যারা পড়েছে তারা কিংবদন্তী, পরে যারা পরবে তারাও কিংবদন্তীই হবে।"
"এটা একটা সংখ্যাই। ক্রিশ্চিয়ানোর প্রতি সম্মান রেখেই বলি, এই জার্সির আলাদা কোনো চাপ অনুভব করছি না। কিন্তু এই জার্সি আগে যারা পরেছেন সে কারণে সম্মানিত বোধ করছি।"
রিয়ালের পারফরম্যান্স দিয়ে স্পেনের জাতীয় দলেও ডাক পেতে চান ডিয়াজ, জানিয়েছেন সেই স্বপ্নের কথাও।