• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    "নেইমার ফুটবলের কিম কারদাশিয়ান"

    "নেইমার ফুটবলের কিম কারদাশিয়ান"    

    মাঠে খেলার চেয়ে ফাউল আদায়ের দিকে ঝোঁক বেশি তার- এমন অপবাদ হরহামেশাই শুনতে হয় নেইমারকে। রাশিয়া বিশ্বকাপে মাঠে অনর্থক গড়াগড়ি খাওয়ায়র কারণে ব্যাপক বিদ্রুপেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে নেইমারকে এবার রীতিমত ধুয়ে দিয়েছেন 'সমালোচিত' সাবেক ইংলিশ মিডফিল্ডার জোয়ি বার্টন। খেলার চেয়ে নিজের ব্র্যান্ডিং-য়ের দিকে বেশি মনযোগী হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব কিম কারদাশিয়ানের সাথে তুলনা করেছেন ফ্লিটউড টাউনের ম্যানেজার বার্টন।

    ফ্রেঞ্চ সংবাদপত্র লে’কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের তীব্র সমালোচনায় মেতেছেন বার্টন, “সে (নেইমার) কোনোভাবেই বিশ্বের সেরা ফুটবলার নয়। রাশিয়াতেই আমরা তার প্রমাণ পেয়েছি। মেসি বা রোনালদো পর্যায়েরও ফুটবলার নয় সে। তার চেয়ে ভাল ভাল ফুটবলার ঢের আছে ইউরোপে। নেইমার ফুটবলের (মনযোগ দেওয়ার) চেয়ে নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতেই উঠেপড়ে লেগেছে।”

     

     

    ফ্রেঞ্চ লিগ বা পিএসজির সাথে শত্রুতা- কোনটিই অপরিচিত নয় বার্টনের। ২০১২-১৩ মৌসুমে মার্শেইয়ের হয়ে ফ্রেঞ্চ লিগে ধারে খেলেছিলেন এক মৌসুম। সুযোগ আসলে দলটির কোচ হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না; এমনটাই জানিয়েছেন তিনি, “মার্শেই ক্লাব আর শহরটা আমার অত্যন্ত প্রিয়। এখানের সংস্কৃতি, জনজীবন সবই আমার পরিচিত। সত্যি বলতে আমার এখনও ওদের হয়ে খেলার ফিটনেস এবং মানসিক জোর দুই-ই আছে। অবশ্যই সুযোগ আসলে আমি মার্শেইয়ের কোচ হতে ইচ্ছুক।”