• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অবশেষে পয়েন্ট হারাল চেলসি

    অবশেষে পয়েন্ট হারাল চেলসি    

    বৃহস্পতিবারে ইউরোপা লিগে খেলার পর আবার শনি-রবিবারে প্রিমিয়ার লিগ- ধকল সামলানোটা মুখের কথা নয় একেবারেই। ২০১৮-১৯ মৌসুমে চেলসিকে নিয়ে সমর্থকদের ভয় ছিল এটাই। গত বৃহস্পতিবার পাওকের বিপক্ষে ইউরোপার ম্যাচের পর আজ ওয়েস্ট হামের বিপক্ষে সমর্থকদের সেই আশঙ্কাই সত্যি করল মরিজিও সারির দল। এই সপ্তাহের শুরুতে লিভারপুলের সাথে প্রিমিয়ার লিগে একমাত্র শতভাগ জয়ের রেকর্ড ছিল চেলসির। ম্যাড়ম্যাড়ে এক গোলশূন্য ড্রয়ে লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের তিন-এ নেমে গেল চেলসি।

    ওয়েস্ট হামের মাঠে আজ আক্রমণভাগে পরিবর্তন এনেছিলেন সারি। হ্যাজার্ড, উইলিয়ানদের সাথে আলভারো মোরাতার বদলে অলিভিয়ের জিরুকে নামিয়েছ দিয়েছিলেন চেলসির কোচ। ম্যাচের ১০ মিনিটেই কোচের আস্থার প্রতিদান দিতে পারতেন জিরু। কিন্তু ওয়েস্ট হামের গোলের সামনে থেকে সহজ সুযোগ হাতছাড়া করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। জিরুর ঐ মিস ছাড়া প্রথমার্ধে চেলসিকে তেমন আক্রমণই করতে দেয়নি ওয়েস্ট হামের রক্ষণভাগ। চেলসিকে চেপে ধরে উলটো আক্রমণের ধারটা বাড়িয়ে দিয়েছিল ওয়েস্ট হামই। কিন্তু চেলসির মতই বাজে ফিনিশিংয়ে লিড নিতে পারেনি ম্যানুয়েল পেলেগ্রিনির দল। ৩০ মিনিটে ফিলিপে অ্যান্ডারসনের চমৎকার পাস থেকে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পরিক্ষায়ই ফেলতে পারেননি মিকেল অ্যান্টোনিও। এর মিনিট চারেক পর গোলের আরও সামনে থেকে গোলের সুযোগ হাতছাড়া করেছেন অ্যান্টোনিও।

     

     

    প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও দুই দলের ফরোয়ার্ডরা মেতেছিলেন মিসের মহড়ায়। এমনকি বাদ যাননি এডেন হ্যাজার্ডও। ৬৩ মিনিটে লুকাস ফ্যাবিয়ান্সকিকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি বেলজিয়ান উইঙ্গার। তবে এর মিনিট দুয়েক পর অবিশ্বাস্য এক সেভে চেলসিকে খালি হাতে ফিরিয়েছেন ফ্যাবিয়ান্সকি। ডেভিড লুইজের ডিফেন্সচেরা এক পাসে ডিবক্সে বল পেয়ে যান মোরাতা। তবে ৭৭ মিনিটে মোরাতার চেয়েও সহজ সুযোগ হাতছাড়া করেছেন আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো। গোলের মাত্র গজ ছয়েক দূর থেকে তার হেড গোলের বাইরে দিয়ে চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচে চেলসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রস বার্কলির দূরপাল্লার শট ফিরিয়ে দলের জন্য পয়েন্ট ছিনিয়ে আনেন ফ্যাবিয়ানস্কি।

    গতকাল প্রিমিয়ার লিগের অন্যান্য খেলায় সাউদাম্পটনকে ৩-০ গলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে লিভারপুল। নিজেদের ইতিহাসে এবারই প্রথম টানা ৭ জয় নিয়ে মৌসুম শুরু করল 'অল রেড'রা। কার্ডিফ সিটিকে ৫-০ গলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাথে ১-১ গলে ড্র করেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।