মুস্তাফিজকে ১০ ওভার না করানোর ব্যাখ্যা দিলেন মাশরাফি
ম্যাচসেরার পুরস্কার উঠল মাহমুদউল্লাহর কাছে। তিনিও শুরুতেই মুস্তাফিজুর রহমানের কথাই আগে বললেন। মাশরাফি বিন মুর্তজা তো সরাসরিই বললেন, ‘মুস্তাফিজ একজন জাদুকর।’ তারপরও প্রশ্ন উঠল, মাশরাফি কেন মুস্তাফিজকে দিয়ে ১০ ওভার করাননি। ম্যাচ শেষে সেই ব্যাখ্যাও দিলেন বাংলাদেশ অধিনায়ক।
শেষ ওভারে আফগানিস্তানের দরকার মাত্র ৮ রান। ক্রিজে আছেন রশিদ খান, বাংলাদেশকে যিনি আগের ম্যাচে ব্যাট হাতেই বিস্তর ভুগিয়েছেন। অন্য পাশে শামিউল্লাহ শেনওয়ারি ততক্ষণে অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন ক্রিজে। প্রথম বলে দুই রান দেওয়ার পর দ্বিতীয় বলেই রশিদকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত শেষ বলে দরকার হলো ৪ রান, কিন্তু শেনোয়ারি ব্যাটে বলই লাগাতে পারলেন না। মুস্তাফিজ বলতে গেলে একাই হেরে যাওয়া ম্যাচটা কীভাবে কীভাবে যেন ধরে ফেললেন। মাশরাফি তাই ম্যাচ জয়ের পরেই আলিঙ্গনে বাঁধলেন ফিজকে, বাকি সতীর্থেরাও ছুটে এলেন তাঁকে ধরতে।
কিন্তু মুস্তাফিজের এক ওভার বাকি রেখে দিলেন কেন, সেই প্রশ্নের উত্তর ম্যাচ শেষেও পিছু ছাড়ল না মাশরাফিকে। ৬ ওভার বল করার পর অনেকেই ধারণা করেছিলেন, টানা ৪ ওভার মুস্তাফিজকে দিয়ে করাবেন মাশরাফি। কিন্তু শেষ দিকে ৪৬তম ওভারেই তাঁকে আনলেন অধিনায়ক। এমনকি ওই ওভারেও একবার নিজে বল হাতে নিয়ে পরে তুলে দিয়েছেন ফিজকে।
মাশরাফি জানিয়েছেন, ক্র্যাম্পের কারণে মুস্তাফিজের বল করতে সমস্যা হচ্ছিল, ‘ওকে দিয়ে আমাদের ১০ ওভার করানোরই পরিকল্পনা ছিল, কিন্তু ওর একটু ক্র্যাম্প হয়ে গিয়েছিল। সেজন্য ও এমনকি ইয়র্কারও করতে পারছিল না। তবে যেভাবে ও জিতিয়ে এনেছে তাতে আমি ওকে জাদুকরই বলব।’ শেষ দিকেই একটা বল করার পর মুস্তাফিজ ক্র্যাম্পের জন্য হাঁটতেই পারছিলেন না। শেষ ওভারগুলোতে বল করার সময় গতি কমিয়ে দিয়েছিলেন, নির্ভর করেছিলেন কাটারের ওপর। তবে জাদুকরের ঝুলি থেকে সব জাদু কি বের করা লাগে? আজ ক্র্যাম্প নিয়েই তাই মুস্তাফিজ এনে দিয়েছেন দুর্দান্ত একটা জয়।