ফিফার বর্ষসেরা মদ্রিচ
ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহামেদ সালাহকে টপকে এ পুরস্কার জিতেছেন তিনি। ২০০৯ সালের পর এই প্রথম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ছাড়া অন্য একজন ফুটবলার জিতলেন এ পুরস্কার। এই দুজন বাদে শেষ ফিফার বর্ষসেরা হয়েছিলেন ব্রাজিলের কাকা। এবারের শীর্ষ তিনে রোনালদো থাকলেও মেসি ছিলেনই না।
রাশিয়া বিশ্বকাপে রানার্স-আপ ক্রোয়েশিয়া দলের অধিনায়ক ছিলেন মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপের সেরা ফুটবলার গোল্ডেন বলের পুরস্কারও জিতেছিলেন তিনি। সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা।
ফিফার বর্ষসেরা একাদশে আছেন রোনালদো-মেসি দুজনই, সঙ্গে আছেন মদ্রিচও। তবে শীর্ষ তিনে থাকা সালাহ সেই একাদশে জায়গা পাননি। তিনি জিতেছেন বর্ষসেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড।
অন্যান্য পুরস্কার
সেরা গোল- মোহামেদ সালাহ (লিভারপুল)
সেরা কোচ (পুরুষ)- দিদিয়ের দেশম (ফ্রান্স)
সেরা গোলকিপার- থিবো কোর্তোয়া
সেরা কোচ (মেয়ে)- রেনাল্ড পেদ্রোস
ফেয়ারপ্লে পুরস্কার- লেনার্ত থায়
সেরা ফুটবলার (মেয়ে)- মার্তা
সেরা একাদশ
ডেভিড ডি হিয়া
দানি আলভেস, রাফায়েল ভারান, সার্জিও রামোস, মার্সেলো
লুকা মদ্রিচ, এনগোলো কানতে
এডেন হ্যাজার্ড, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে
ক্রিশ্চিয়ানো রোনালদো