এই পুরস্কারটা রিয়াল ও ক্রোয়েশিয়ারও: মদ্রিচ
রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার হয়ে বছরটা দুর্দান্ত কেটেছিল তার। সেই সুবাদে লুকা মদ্রিচ পেয়েছিলেন ইউয়েফার বর্ষসেরার খেতাব। অনেকটা অনুমেয়ভাবে কাল জিতলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও। প্রথমবারের মতো এই পুরস্কার জেতার পর মদ্রিচ বলছেন, রিয়াল ও ক্রোয়েশিয়ার সতীর্থদের ছাড়া কখনোই বর্ষসেরার ট্রফিটা ছুঁয়ে দেখতে পারতেন না।
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রিয়ালের সাথে। ক্রোয়েশিয়ার হয়ে স্বপ্নের মতো কেটেছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের সেরা ফুটবলার হলেও ফাইনালে গিয়ে ফ্রান্সের কাছে হারতে হয়েছে মদ্রিচের দলকে। তবে বিশ্বকাপের পারফরম্যান্সের সুবাদে একের পর এক ব্যক্তিগত পুরস্কার বাগিয়ে নিচ্ছেন।
কাল বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতার পর মদ্রিচ জানালেন, এই কৃতিত্বের ভাগীদার তার সতীর্থরাও, ‘এই পুরস্কারটা আমার একার নয়। রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার সতীর্থরা সমানভাবে এটার দাবিদার। আমার কোচ ও পরিবার ছাড়া এটা জেতা সম্ভব ছিল না। আর ধন্যবাদ জানাতে চাই আমার ভক্তদেরও, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরও।’
২০০৯ সালের পর এই প্রথমবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া অন্য কেউ জিতল বর্ষসেরার খেতাব। এই কীর্তিতে গর্বিত মদ্রিচ, ‘এই ট্রফিটা জেতা আমার জন্য অনেক বেশি গৌরবের। রোনালদো ও সালাহকেও অভিনন্দন জানাতে চাই। আশা করি ভবিষ্যতে তারা এই পুরস্কার জেতার অনেক সুযোগ পাবে।’
বড় এই প্রাপ্তির দিনে মদ্রিচ স্মরণ করলেন তার ‘আদর্শ’, সাবেক ক্রোয়েশিয়া অধিনায়ক বোবানকে, ‘আমি ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ান অধিনায়ক বোবানকে স্মরণ করতে চাই। তিনিই আমার অনুপ্রেরণা। তিনি আমাদের সবাইকে অনুপ্রেরণা দিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে বিশেষ কিছু করে দেখাতে।’