• " />

     

    বাংলাদেশ সফর দিয়েই শেষ লয়ের

    বাংলাদেশ সফর দিয়েই শেষ লয়ের    

     

    গত বছরের ফেব্রুয়ারিতেই দায়িত্ব নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের। স্টুয়ার্ট লয়ের ক্যারিবিয়ান যাত্রাটা খুব বেশিদিন স্থায়ী হলো না। এই বছরের শেষে বাংলাদেশ সফরের পরেই গেইলদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই অস্ট্রেলিয়ান।

    কিন্তু কেনো ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব? ল’ জানালেন, ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের সাথে নতুন চুক্তি হওয়াতেই ক্যারিবিয়দের বিদায় বলতে হচ্ছে তাকে, ‘ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ ছাড়াটা আমার জন্য কঠিন ছিল। খুব উপভোগ করেছি পুরো সময়টা। আশা করি আমার অধীনে দল অনেকটা এগিয়েছে। মিডলসেক্সের কোচ হচ্ছি, সেটা হলে পরিবারের কাছাকাছি থাকতে পারব। ওয়েস্ট ইন্ডিজের জন্য শুভকামনা রইল।’

    আগামী অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর নভেম্বরে বাংলাদেশের খেলতে আসবে তারা। সেই সফর শেষেই ওয়েস্ট ইন্ডিজকে বিদায় বলবেন ল’। এরপর চার বছরের চুক্তিতে মিডলসেক্সের কোচের দায়িত্ব নেবেন।

    লয়ের অধীনে ৩২ টি টেস্টের ৯ টিতে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ, ১৯ টি-টোয়েন্টির মাঝে জয় ৮টিতে। ওয়ানডে অবশ্য খুব ভালোকিছু করে দেখাতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেনি ক্যারিবিয়রা, খেলতে হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। সেখানে অবশ্য ভালোভাবেই উতরে গেছে তারা।