• প্রীতি ম্যাচ
  • " />

     

    "সঠিক সময়েই ফিরবেন মেসি"

    "সঠিক সময়েই ফিরবেন মেসি"    

     

    রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিদায়ের পর একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে লিওনেল মেসিকে আর দেখা যাবে কিনা, সে নিয়ে তখন থেকেই জেগেছে সন্দেহ। বিশ্বকাপের পর দুটি প্রীতি ম্যাচেও খেলেননি, এতে সন্দেহটা বেড়েছে কয়েকগুণ। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলছেন, মেসি অবশ্যই আর্জেন্টিনার জার্সি গায়ে ফিরবেন। কোচ স্কালোনি বলছেন, সময় এলেই ফিরবেন মেসি।

    অক্টোবরে ব্রাজিল ও সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে কোচ লিওনেল স্কালোনির স্কোয়াডে মেসি থাকছেন না, সেটার আভাস পাওয়া গেছে কিছুদিন আগেই। এই বছরে হয়ত আর আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে না তাকে। খোদ স্কালোনিই জানিয়েছেন, মেসির ভবিষ্যৎ নিয়ে তার সাথে বারবার আলোচনা করবেন তিনি।

    তাহলে কবে ফিরছেন মেসি? তাপিয়া বলছেন, সেটা হবে খুব দ্রুতই, ‘আমি শতভাগ নিশ্চিত সে আর্জেন্টিনার হয়ে আবারও খেলবে। কিন্তু তাকে সময় দিতে হবে। আমরা সবাই জানি সে আর্জেন্টিনার হয়ে খেলতে কতটা ভালোবাসে। এখন যেভাবে চলছে চলুক, ধীরে ধীরে সব আগের মতো হয়ে যাবে।’

    বিশ্বকাপে দলের ওমন বিদায় মেসির ওপর প্রভাব ফেলেছে বলেই বিশ্বাস তাপিয়ার, ‘আমরা বিশ্বকাপ জয়ের জন্য শুধু তার ওপরেই নির্ভর করে ছিলাম। কিন্তু ফুটবল একটা দলীয় খেলা, সে একা সব করতে পারবে না।’

    এদিকে স্কালোনি বলছেন, মেসির যখন ইচ্ছা হবে তখন তিনি ফিরবেন, ‘তার সাথে আমার কথা হয়েছে। আমার ও তার মনে হয়, এই মুহূর্তে না ফেরাই হয়ত ভালো। দলে অনেক তরুণ ফুটবলার আছে, যারা নিজেদের প্রমাণ করতে চায়। এটা তাদের জন্য বড় সুযোগ।’

    আর্জেন্টিনার হয়ে মেসিকে খেলতে দেখার অপেক্ষাটা হয়ত আরও কিছুদিন বেড়েই গেলো।