• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কার ভোট কার বাক্সে?

    কার ভোট কার বাক্সে?    

    ২০০৯ সালের পর ফুটবলবিশ্ব পেল নতুন বর্ষসেরা। মেসি-রোনালদোদের পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ও অধিনায়কের ভোটটা কিন্তু পড়েছে রোনালদোর পক্ষেই।

    মদ্রিচের কাছে হেরে বর্ষসেরা ফুটবলারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও কোচ জেমি ডে কিন্তু তাকে এক নম্বরেই রেখেছেন। জামালের দ্বিতীয় ভোট গেছে মেসির পক্ষে, তৃতীয় ভোটটি দিয়েছেন মদ্রিচকে। জেমি তার দ্বিতীয় ভোট দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে, তৃতীয়টি ফ্রান্সের আঁতোইন গ্রিজমানকে।

    অধিনায়ক ও কোচের পাশাপাশি বাংলাদেশ থেকে ভোট করেছেন সাংবাদিক রায়হান মাহমুদ। তিনি ভোট দিয়েছিলেন মদ্রিচকে। তার দ্বিতীয় ভোট গেছে গ্রিজমান ও তৃতীয় ভোট গেছে এমবাপ্পের পক্ষে।

    এদিকে ব্রাজিল অধিনায়ক মিরান্ডা ভোট দিয়েছেন রোনালদো, এমবাপ্পে ও মোহামেদ সালাহকে। জার্মানির অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের সেরা তিনে ছিলেন না মেসি-রোনালদোর কেউই। তার প্রথম ভোট গেছে বেলজিয়ামের এডেন হ্যাজার্ডের পক্ষে। দ্বিতীয় ও তৃতীয় ভোট গেছে মদ্রিচ ও ভারানের পক্ষে।

    আর্জেন্টিনা অধিনায়ক মেসি প্রথমবারের মতো ভোট দিয়েছেন রোনালদোকে। অন্য দুটি ভোট দিয়েছেন মদ্রিচ ও এমবাপ্পেকে। অন্যদিকে পর্তুগাল অধিনায়ক রোনালদো ভোট দিয়েছেন রিয়াল সতীর্থ ভারান, মদ্রিচ ও গ্রিজমানকে। স্পেন অধিনায়ক সার্জিও রামোসের ভোট দিয়েছেন মদ্রিচ, রোনালদো ও মেসিকে। ক্রোয়েশিয়া অধিনায়ক মদ্রিচ ভোট দিয়েছেন ভারান, রোনালদো ও গ্রিজমানকে। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক হুগো লরিসের ভোট গেছে ভারান, গ্রিজমান ও এমবাপ্পেকে।

    ব্রাজিল কোচ তিতের ভোট গেছে মদ্রিচ, সালাহ ও রোনালদোর পক্ষে। জার্মানি কোচ জোয়াকিম লোর ভোট গেছে মদ্রিচের পক্ষে। বাকি দুই ভোট দিয়েছেন এমবাপ্পে ও হ্যাজার্ডকে। স্পেন কোচ লুইস এনরিকে ভোট দিয়েছেন সাবেক বার্সা শিষ্য মেসিকে। বাকি দুই ভোট দিয়েছেন মদ্রিচ ও সালাহকে।

    ক্রোয়েশিয়া কোচ দালিচ অনুমেয়ভাবেই ভোট দিয়েছে মদ্রিচকে, তার বাকি ভোট গেছে মেসি ও রোনালদোর পক্ষে। বিশ্বকাপজয়ী ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ভোট দিয়েছেন গ্রিজমান, ভারান ও এমবাপ্পেকে।