রোনালদোকে ফিরে পাওয়ার আশা ছাড়ছেন না পেরেজ
রোনালদো চলে যাওয়ার পর কম সমালোচনা সহ্য করতে হয়নি ফ্লোরেন্তিনো পেরেজকে। বিশেষ করে পেরেজের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই রোনালদো চলে গেছেন, এমন একটা ধারণাও ভেসেছ হাওয়ায়। কাল ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পেরেজ বললেন, রোনালদোকে পাওয়ার আশা এখনও ছাড়ছেন না তিনি।
জুভেন্টাসে যাওয়ার পরেই রোনালদো আভাস দিয়েছিলেন, ‘সম্মান’ না পাওয়ার কারণেই রিয়াল ছেড়েছেন। স্বাভাবিকভাবে তীর উঠেছিল পেরেজের দিকে। রোনালদো যে বেতন চেয়েছিলেন, সেই ৫৫ মিলিয়ন ইউরোও শেষ পর্যন্ত পেরেজ দিতে রাজি হয়েছিলেন বলে দাবি করেছে ইএসপিএন। কিন্তু রোনালদো শেষ পর্যন্ত থাকেননি, জুভেন্টাসকেই করেছেন নতুন ঠিকানা।
তবে পেরেজ এখনো আশাবাদী, আবার বার্নাব্যুতে ফিরবেন রোনালদো, ‘ও আলফ্রেডো ডি স্টেফানোর যোগ্য উত্তরসূরি, রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি করেছে ও। রিয়াল সমর্থকদের হৃদয়ে অবশ্যই ওর আলাদা একটা জায়গা আছে, ওকে অনেক দিন মনে রাখবে সবাই। আর ও এমন একজন যে আবার ক্লাবে ফিরতেই পারে।’
কাল ফিফা বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি রোনালদো। পুরস্কারটা উঠেছে মদ্রিচের হাতে। পেরেজ মনে করছেন, পুরস্কারটা যোগ্য লোকের কাছেই গেছে, ‘অবশ্যই মদ্রিচ গত মৌসুমের সেরা খেলোয়াড়। রিয়ালকে সে তিন বার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে, ক্রোয়েশিয়াকে নিয়ে গেছেন ফাইনালে। এই পুরস্কারটা ওরই প্রাপ্য।’