পগবাকে আর কখনোই অধিনায়ক করবেন না মরিনহো
মৌসুমের শুরু থেকেই ক্লাবকে নিয়ে নানা মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তবে এতকিছুর মাঝেও কয়েক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে গেছেন পল পগবা। তার এই অধিনায়কত্বের সংক্ষিপ্ত ভূমিকাটা শেষ হয়ে গেল গতকালই। ইংলিশ লিগ কাপে ডার্বি কাউন্টির কাছে হেরে বিদায় নেওয়ার পর ইউনাইটেড কোচ হোসে মরিনহো জানিয়েছেন, আর কখনোই পগবাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে না।
নিয়মিত অধিনায়ক অ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার অনুপস্থিতিতে মাঝে মাঝে অধিনায়কের দায়িত্ব পালন করতেন পগবা। লিগের ম্যাচের পাশাপাশি তার নেতৃত্বে চ্যাম্পিয়নস লিগে ইয়ং বয়েসের বিপক্ষেও জয় পেয়েছিল ইউনাইটেড। এসবের মাঝেই অবশ্য কোচকে নিয়ে অনেক সময়েই নানা মন্তব্য করেছিলেন পগবা। সবশেষ উলভারহ্যাম্পটনের সাথে ড্রয়ের পর পগবা বলেছিলেন, ইউনাইটেডকে রক্ষণাত্মক ফুটবল খেলা থেকে সরে আসতে হবে।
এবার মরিনহো পগবার থেকে তার সাময়িক অধিনায়কত্ব ‘ছিনিয়ে’ নিলেন, ‘পগবা এখন থেকে আর অধিনায়কের দায়িত্ব পালন করবে না। আমাদের মাঝে কোনো সমস্যা হয়নি। আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মৌসুমে পগবা দলকে মাঝে মাঝে নেতৃত্ব দিবেই। আমিই এখন সিদ্ধান্ত নিয়েছি এটা আর হবে না। আমি দলের কোচ, আমিই সিদ্ধান্ত নিতে পারি যেকোনো সময়। এই সিদ্ধান্ত নিয়ে আমি কোনো জবাবদিহিও করতে ইচ্ছুক নই।’
গতকাল ডার্বির কাছে পেনাল্টিতে হেরে ইংলিশ লিগ কাপ থেকে বাদ পড়েছে ইউনাইটেড। পেনাল্টি মিস করে দলের বিদায় ডেকে আনা ফিল জোনসকে দায়ী করছেন না মরিনহো, ‘কেউ না কেউ তো মিস করতই। ৭ নম্বর পেনাল্টির পর এটা হওয়াটাই স্বাভাবিক, আমি জানতাম জোনস অথবা বেইলির কেউ একজন এমনটা করতে পারে। কারাবাও কাপ নিয়ে আর ভাবনার কিছু নেই। কারো পেনাল্টি মিস নিয়ে আমি দোষ দিতে চাই না। কারণ আমি জানি সে সঠিক দিকেই পেনাল্টি শটটা নিয়েছিল, গোলকিপার সেটা ঠেকিয়ে দিয়েছে।’