মরিনহোর জন্য ইউনাইটেড ছাড়তে চান অনেক ফুটবলার!
তার সাথে ফুটবলারদের দ্বন্দ্বের ইতিহাসটা নতুন নয়। যে ক্লাবেই গেছেন হোসে মরিনহো, ফুটবলার ও কর্তৃপক্ষের সাথে ঝামেলা হয়েছেই। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েও এর ব্যতিক্রম হচ্ছে না। ফুটবলারদের সাথে ক্রমেই তার সম্পর্কের অবনতি ঘটছে। গুঞ্জন উঠেছে, তার সাথে দ্বন্দ্বের কারণে পল পগবাসহ অনেক ইউনাইটেড ফুটবলারই ক্লাব ছাড়ার কথা ভাবছেন।
মৌসুমের শুরু থেকেই মরিনহোর সাথে ফুটবলারদের সাথে সম্পর্কের অবনতির ব্যাপারে কানাঘুষা চলছে। বিশেষ করে পগবার সাথে দ্বন্দ্বটা তো এখন স্পষ্ট হচ্ছে প্রতিনিয়তই। গতকাল মরিনহো জানিয়েছেন, আর কখনোই পগবাকে অধিনায়ক করবেন না তিনি। দুজনের মাঝে দ্বন্দ্ব নেই, এই কথা মরিনহো বললেও সেটা মানতে নারাজ অনেকেই। পগবা এজেন্ট মিনো রায়োলা তো বিভিন্ন সময় বলেছেন, আগামী বছরের শুরুতেই ক্লাব ছাড়তে পারেন তিনি।
ইএসপিএনের সূত্র বলছেন, শুধু পগবা নয়। মরিনহোর আচরণে বিরক্ত অন্যরাও। মরিনহো নাকি অযথাই ফুটবলারদের সাথে খারাপ ব্যবহার করেন। এই অবস্থার যদি উন্নতি না হয়, তাহলে হয়ত অনেকেই আগামী দলবদলের মৌসুমে ক্লাব ছাড়তে পারেন।
এদিকে কাল অনুশীলনের সময় পগবা ও মরিনহোর মাঝে কিছু একটা নিয়ে লেগে গিয়েছিল, দুজনের শীতল দৃষ্টি বিনিময়ও হয়েছে। মরিনহোর দিকে পগবার সেই দৃষ্টিই হয়ত বলে দিচ্ছিল, কিছুই আসলে ঠিক নেই!