সমর্থকের মৃত্যুতে বন্ধ ইন্দোনেশিয়ান লিগ
ম্যাচ বাতিল হতে পারে, হতে পারে স্টেডিয়াম নিষিদ্ধও। খুব বড় কিছু হলে হয়ত নিষিদ্ধ হতে পারে ক্লাবও। কিন্তু ইন্দোনেশিয়াতে এবার পুরো ফুটবল লিগই বন্ধ হয়ে গেলো দুই ক্লাবের সমর্থকের মাঝে ঘটে যাওয়া এক ঘটনার পর! খেলার দেখতে এসে এক সমর্থকের মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়ান লিগ ওয়ান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
গত রবিবার ছিল লিগ ওয়ানদের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পারসিজা জাকার্তা ও পারসিন বান্দুগের ম্যাচ। কয়েক হাজার সমর্থকের মতো পারসিনের মাঠে খেলা দেখতে এসেছিলেন ২৩ বছর বয়সী পারসিজার সমর্থক হারিঙ্গা সিরলা। স্টেডিয়ামের গেটের বাইরে যাওয়ার পর তাকে ঘিরে ধরে একদল পারসিন সমর্থক। পারসিজার সমর্থক শোনার পরপরই তাকে ধাওয়া করেন কয়েকজন, তাকে ধরে ফেলে অনেক মারধরও করা হয়। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত লিগের সব কার্যক্রম বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডই রাহমাদি বলছেন, ফুটবলের চেয়ে মানুষের জীবনের মূল্য তাদের কাছে অনেক বেশি, ‘সবকিছু ভালোভাবে তদন্ত করেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের অনেক শক্ত আইন আছে। বিচার হওয়ার আগ পর্যন্ত লিগের সব খেলা স্থগিত থাকবে। ফুটবলের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।’
ইন্দোনেশিয়ান লিগে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকের মৃত্যু নতুন নয়। ২০১২ সালের পর থেকে এখন পর্যন্ত সাতজন সমর্থক মারা গেছেন সংঘর্ষে। তবে এখন পর্যন্ত কোনো ঘটনারই বিচার হয়নি।