এক ম্যাচেই পার পাচ্ছেন রোনালদো
চ্যাম্পিয়নস লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই কার্ডের খড়্গে মাত্র এক ম্যাচই নিষিদ্ধ থাকবেন তিনি। সাধারণত বড় ধরনের নিয়মভঙ্গের কারণে দুই বা তিন ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে ইউয়েফার পক্ষ থেকে। তেমনটা আর হয়নি, এক ম্যাচের জন্যই নিষিদ্ধ থাকছেন রোনালদো। ইয়াং বয়েজের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচটায় তাই আর খেলা হচ্ছে না তার। নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ দিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগে ফিরবেন রোনালদো।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোনালদোকে রেফারির দেখানো লাল কার্ড সমালোচিত হয়েছে, ভিএআর না থাকায় রিভিউয়ের সাহায্যটাও পাননি রোনালদো। তবে এ ধরনের লাল কার্ড ভবিষ্যতে যাতে খেলার ছন্দ নষ্ট না করতে পারে সেজন্য ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও ভিএআর যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রোনালদো অবশ্য খানিকটা আফসোস করতে পারেন, চলতি মৌসুমেই ভিএআর থাকলে তো লাল কার্ড হয়ত পেতেই হত না তাকে।