• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ২০২৪ ইউরো জার্মানিতে

    ২০২৪ ইউরো জার্মানিতে    

    আয়োজক দেশের তালিকায় শেষ পর্যন্ত ছিল দুই দেশ। তুরস্ক আর জার্মানি। শেষ পর্যন্ত তুরস্ককে পেছনে ফেলে ইউরো ২০২৪ এর আয়োজক নির্বাচিত হয়েছে জার্মানি। অবিভক্ত জার্মানিতে এটাই হবে ইউরোর প্রথম আয়োজন। এর আগে ১৯৮৮ সালে পশ্চিম জার্মানিতে আয়োজিত হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। 

    ২০০৬ সালে বিশ্বকাপের পর থেকে বড় কোনো আসর বসেনি জার্মানিতে। ইউরো দিয়েই সেই খরা কাটবে জার্মানদের। ইউয়েফার বিডিং শেষে শুধু আয়োজক দেশের নামই নিশ্চিত করা হয়েছে। ভেন্যু বা অংশগ্রহণকারী দলের সংখ্যা নিয়ে নতুন কোনো আপডেট জানানো হয়নি। তবে ধারণা করা হছে ২৪ দলের ইউরো হবে জার্মানিতেও। 

    এর আগে অবশ্য আরেকটি ইউরো রয়েছে। ২০২০ সালের সেই ইউরো অবশ্য নির্দিষ্ট কোনো দেশ আয়োজন করছে না।  আয়োজক দেশ ১২টি। ১২টি ভিন্ন শহরে হবে খেলা।