ব্রাজিলের বিপক্ষেও নেই মেসি
ঘোষণাটা অনেকটা অনুমেয়ই ছিল। আর্জেন্টিনার পরের তিন প্রীতি ম্যাচে খেলবেন না লিওনেল মেসি, সেটা আঁচ করা গিয়েহচিল খোদ কোচ লিওনেল স্কালোনির কথাতেই। শেষ পর্যন্ত মেসিকে দলের বাইরে রেখেই ব্রাজিল, ইরাক ও সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলেন স্কালোনি।
এই বছরে আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না মেসি, এমনটা আভাস দিয়েছিলে স্কালোনি নিজেই। মেসির ফেরার সময় হয়নি, মেসির সাথে আলোচনার পর জানিয়েছিলেন তিনি। যখন মেসির ইচ্ছা হবে, তখনই তিনি ফিরবেন, মেসিকে এটাই বলেছিলেন স্কালোনি।
১১ অক্টোবর ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচদিন পর ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই মেসি। খেলবেন না সার্জিও আগুয়েরো ও ডি মারিয়াও। এরপর মাসের শেষে সৌদি আরবের বিপক্ষে ম্যাচেও থাকছেন না তিনজন।
প্রীতি ম্যাচের জন্য টটেনহামের হুয়ান ফোথ, উদিনেসের রদ্রিগো পল ও ওয়াটফোর্ডের রবার্তো পেরেরার মতো বেশ কয়েকজন নতুন মুখকে স্কোয়াডে জায়গা দিয়েছেন স্কালোনি। দলে ফিরেছেন নিকোলাস অটামেন্ডি।