ইউনাইটেডের চেয়ে পগবা বড় নয়: মরিনহো
দুজনের মাঝে চলতে থাকা দ্বন্দ্বটা এখন অনেকটাই স্পষ্ট। হোসে মরিনহো ও পল পগবার মাঝে মনমালিন্যটা হয়ত গড়িয়েছে অনেকদূর। পগবা আর অধিনায়ক হতে পারবেন না, এই সিদ্ধান্তের পর অনেক কথাই শুনতে হয়েছে মরিনহোকে। তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের আগে মরিনহো বলছেন, পগবার চেয়ে তার কাছে ম্যানচেস্টার ইউনাইটেডই বড়, ক্লাবের কথা ভেবেই সব সিদ্ধান্ত নেন।
মরিনহোর সাথে ইউনাইটেড ফুটবলারদের দ্বন্দ্বটা চরমে পৌঁছেছে। ইএসপিএন এটাও জানিয়েছিল, পগবার পাশাপাশি অনেকেই নাকি মরিনহোর আচরণে ক্ষুব্ধ হয়ে ক্লাব ছাড়ার কথাও ভাবছেন! সম্পর্কের অবনতিটা সবচেয়ে বেশি হয়েছে পগবার সাথে। গত সপ্তাহে মরিনহো জানিয়েছেন, আর কখনোই পগবা ইউনাইটেডকে নেতৃত্ব দেবেন না।
মরিনহোর এই সিদ্ধান্তে অনেক বিতর্ক হলেও কাজটা ঠিক করেছেন বলেই জানান তিনি, ‘ম্যানচেস্টার ইউনাইটেড সবার চেয়ে ওপরে। ক্লাবের চেয়ে বড় কেউ নেই, কোনো ফুটবলারই না। যদি আমি কারোর খেলায় খুশি হই তাহলে সে খেলবে, খুশি না হলে সে বেঞ্চে বসে থাকবে।’
কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ডার্বি কাউন্টির বিপক্ষে খেলেননি পগবা। সেই ম্যাচে পেনাল্টিতে হেরে বাদ পড়েছে ইউনাইটেড। পগবা কি তাহলে থাকছেন না ওয়েস্ট হামের বিপক্ষেও? মরিনহো অবশ্য আশ্বস্ত করছেন, পগবা খেলবেন, ‘আমি পগবার অনুশীলনে খুশি। সে এই সপ্তাহে ভালো করেছে সবকিছুতেই। দলের ভালো ফুটবলার দরকার ম্যাচ জয়ের জন্য। পগবা ভালো ফুটবলার। তাই সে ওয়েস্ট হামের বিপক্ষে খেলবে।’
লন্ডন স্টেডিয়ামে রাতে মুখোমুখি হবে ইউনাইটেড-ওয়েস্ট হাম। লিগে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছে ইউনাইটেড।