টিকেটের চাপে বদলে গেল রিয়ালের ম্যাচের ভেন্যু
ম্যাচটা হওয়ার কথা ছিল সিএসকেএ মস্কোর হোম গ্রাউন্ড ভেব অ্যারেনাতে। কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচের আগে সমর্থকদের অতিরিক্ত চাপেই বদলে ফেলতে হলো ভেন্যু। দুই দলের সমর্থকদের টিকেটের চাহিদা এত বেশি ছিল যে, ম্যাচটি ভেব স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে আয়োজন করা হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।
আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রিয়ালকে আতিথিয়তা দেবে সিএসকেএ। ভেব অ্যারেনায় খেলা দেখার জন্য আবেদন করেছে লাখের ওপরে সমর্থক। প্রায় ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে তাই কিছুতেই এত দর্শককে ঠাই দিয়ে পারছিল না কর্তৃপক্ষ।
শেষ পর্যন্ত ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। ৮১,৫০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম লুঝনিকিতে আয়োজন করা হবে রিয়াল-সিএসকেএ মস্কো ম্যাচ। এই স্টেডিয়ামে আগেও একবার খেলেছে রিয়াল। সেবার অবশ্য খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরেনি তারা। মরিনহোর অধীনে সেখানে গিয়ে সিনথেটিক মাঠ ও হাড় কাঁপানো ঠাণ্ডা কন্ডিশনে খেলতে হয়েছিল রিয়ালকে, ১-১ গোলে ড্র করে ফিরেছিল তারা। এবার অবশ্য ৯৫ ভাগ প্রাকৃতিক ঘাস ও ৫ শতাংশ ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে মাঠ।
৩ অক্টোবর মুখোমুখি হবে রিয়াল-সিএসকেএ।