আমার ওপর নির্ভরশীলতা কমাতে হবে: মেসি
চ্যাম্পিয়নস লিগের ম্যাচের কথা ভেবে তাকে বেঞ্চে বসিয়ে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু বার্সেলোনা যখন হারতে বসেছে, লিওনেল মেসিকে না নামিয়ে আর পারলেন না এরনেস্তো ভালভার্দে। মাঠে নেমেই গোল করিয়ে বার্সার হার এড়িয়েছেন মেসি। অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে ১-১ গোলে ড্রয়ের পর মেসি বলছেন, শুধু তার ওপর ভরসা করলে চলবে না বার্সেলোনার।
টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে বার্সা। কাল বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৫৫ মিনিটে মেসিকে বদলি হিসেবে নামান হয়। তার পাসেই গোল করে বার্সাকে পয়েন্ট এনে দেন মুনির হাদ্দাদি। শিরোপা জিততে হলে তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে হবে, জানালেন খোদ মেসিই, ‘সেরা দল হওয়ার জন্য স্কোয়াডটা আমাদের আছে। কিন্তু নির্দিষ্ট একজনের ওপর নির্ভর হওয়া যাবে না। এটার কোনো দরকারই নেই, কারণ আমাদের দলটা শক্তিশালী, অনেক ভালো ফুটবলার আছে। গত তিন ম্যাচের ফলাফল ভালো হয়নি। কিন্তু আমাদের ধৈর্য হারালে চলবে না, কারণ মৌসুমটা অনেক লম্বা।’
মেসির সাথে একমোট লুইস সুয়ারেজও, ‘লিওর মাঠে নামার আগেই আমাদের গোল করা উচিত ছিল। বার্সাতে আমরা নিজেদের মেধার পরিচয় দিয়েই এসেছি। আমাদের একজনের ওপর নির্ভরশীল হলে চলবে না।’