বেল-রামোসকে ছাড়াই মস্কো যাচ্ছে রিয়াল
মাদ্রিদ ডার্বির প্রথমার্ধ শেষেই তাকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগি। গ্যারেথ বেলের সে ইনজুরিটা হয়ত বেশ ভালোই ভোগাবে তাকে। সিএসকেএ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল। এই স্কোয়াডে নেই অধিনায়ক সার্জিও রামোসও।
মাংসপেশীতে ব্যথা অনুভব করায় অ্যাটলেটিকোর বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি বেল। বিরতির সময়ই তাকে তুলে নিয়েছিলেন লোপেতেগি। পরে পরীক্ষার পর জানা যায়, বেশ কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে বেলকে। ইনজুরিতে পরে তাই মস্কো যাওয়া হচ্ছে না তার।
এদিকে ইনজুরি না থাকলেও সামনের ব্যস্ত সূচিকে মাথায় রেখে রামোসকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লোপেতেগি। স্কোয়াডে নেই আগেই এক মাসের জন্য ছিটকে যাওয়া ইস্কো ও ইনজুরিতে থাকা মার্সেলো। ২০ জনের দলে আছেন অ্যাটলেটিকোর বিপক্ষে 'চমক' হিসেবে মাঠে নামা ভিনিসিয়াস জুনিয়র।
আগামী ৩ অক্টোবর লুজনিকিতে সিএসকেএ মস্কোর মুখোমুখি হবে রিয়াল।