• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    নিজের পারফরম্যান্সে হতাশ সালাহ: ক্লপ

    নিজের পারফরম্যান্সে হতাশ সালাহ: ক্লপ    

     

    গত মৌসুমে তিনি ছিলেন অবিশ্বাস্য ফর্মে। রেকর্ড সংখ্যক গোল করে মোহামেদ সালাহ হয়েছিলেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা। বর্ষসেরা ফুটবলারের তালিকার শীর্ষ তিনেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবই মৌসুমে সময়টা খুব একটা ভালো কাটছে না এই মিশরিয়ানের। লিভারপুল কোচ ক্লপ বলছেন, নিজের পারফরম্যান্সে খুব বেশি হতাশ সালাহ।

    এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৭ টি ম্যাচ খেলেছেন সালাহ, গোল করেছেন ৩টি, অ্যাসিস্ট একটি। চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ কাপে খেলেছেন একটি করে ম্যাচ, কোনো গোল করতে পারেননি, নেই কোনো অ্যাসিস্টও। চেলসির বিপক্ষে আগের ম্যাচে বহু সুযোগ নষ্ট করেছেন সালাহ, ৬৬ মিনিটেই তাকে তুলে নেন ক্লপ। হতাশাটা তখন সালাহর চোখেমুখে স্পষ্ট ছিল। 

    ক্লপ বলছেন, হতাশা ঘিরে ধরেছে সালাহকে, ‘সালাহ একদমই খুশি না নিজের ফর্ম নিয়ে। খুশি হওয়ার কী কোনো কারণ আছে? তার হতাশ হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে আগের মৌসুমটা যেমন কেটেছে, এরপর তো প্রত্যাশা বেড়ে যায় অনেকগুণ।’  

    তবে মৌসুমের তো কেবল শুরু। সালাহকে দেখা যাবে তার পুরনো রূপেই, বিশ্বাস ক্লপের, ‘তার খারাপ সময় যাচ্ছে। কিন্তু আমি তো আছিই এসবের জন্য! আমি তার সাথে কথা বলবো। সে তো অনুশীলনে কোনো ঘাটতি রাখছে না, পরিশ্রমও করছে অনেক। তাই তার ওপর কোনো অভিযোগ নেই। আশা করি সামনের ম্যাচগুলোতে সে গোল পাবে।’

    আগামী ৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নাপোলির মুখোমুখি হবে লিভারপুল।