• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দুই মাস পর অনুশীলনে ফিরলেন ডি ব্রুইন

    দুই মাস পর অনুশীলনে ফিরলেন ডি ব্রুইন    

    দুর্দান্ত এক বিশ্বকাপ মিশনের পর ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল তার। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন লিগামেন্টের ইনজুরির কারণে তিন মাসের জন্য ছিটকে গিয়েছিলেন খেলা থেকে। সেই ইনজুরি কাটিয়ে দুই মাস পর অনুশীলনে ফিরেছেন এই সিটি মিডফিল্ডার।

    আগস্টের শুরুতে আর্সেনালের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে খেলেছিল ডি ব্রুইন। সেই ম্যাচে পাওয়া ইনজুরির কারণে পরে আর মাঠে নামতে পারেননি। পরীক্ষার পর ডাক্তাররা জানান, কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

    সিটি কর্তৃপক্ষ ও ব্রুইন নিজেও জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব খেলায় ফেরার চেষ্টা করবেন তিনি। প্রায় দুই মাস পর অবশেষে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, খুব তাড়াতাড়িই সিটির জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে তাকে, ‘সে ধীরে ধীরে পুরপুরি সুস্থ হয়ে উঠছে। সবকিছু ভালোভাবে এগোচ্ছে। আশা করি তাকে আমরা দ্রুতই দলে পাবো।’

    ব্রুইনকে হয়ত সামনের কয়েক ম্যাচে দেখা যাবে না। তবে আগামী মাসের ১১ তারিখ ম্যানচেস্টার ডার্বির আগেই খেলার ফিরবেন ব্রুইন।