• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসির বিপক্ষে খেলাটা উপভোগ করার পরামর্শ পচেত্তিনোর

    মেসির বিপক্ষে খেলাটা উপভোগ করার পরামর্শ পচেত্তিনোর    

     

    লিওনেল মেসিকে আটকানোর কোন উপায় নেই, এই উক্তি এখন পর্যন্ত অনেকেই করেছেন। টটেনহাম কোচ মাউরিসিও পচেত্তিনোও বললেন এমনটাই। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনো বলছেন, মেসিকে আটকানোর উপায় না বলে তিনি দলের ফুটবলারদের বলবেন, তারা যেন মেসির বিপক্ষে খেলাকে উপভোগ করে।

    বরাবরের মতো এই মৌসুমেও বার্সেলোনার রক্ষাকর্তা হচ্ছেন মেসিই। লা লিগায় ৭ ম্যাচ করেছেন ৫ গোল, গোল করিয়েছেন ৪টি। পচেত্তিনো বলছেন, মেসির আটকানোর উপায় খুঁজতে যাবেন না তিনি, ‘তাকে আটকানো অসম্ভব ব্যাপার, তাই এ নিয়ে ভাবছি না। দলের সবাইকে বলবো, মেসির বিপক্ষে খেলাটা উপভোগ করতে। কারণ মেসির মতো ফুটবলারের বিপক্ষে খেলার সুযোগ সবার আসে না, এটা দারুণ ব্যাপার। মেসিকে আটকানো নিয়ে না ভেবে এটা ভাবা উচিত, একদিন সে বলতে পারবে, ‘আমি মেসির বিপক্ষে খেলেছিলাম!’ নাতি-নাতনিদের বলার মতো ভালো একটা গল্প হবে!’

    বার্সাতে যোগ দেওয়ার আগে এস্পানিওলের সাথেও কথা হয়েছিল মেসির। হয়ত যোগ দিতে পারতেন এস্পানিওলেও। পচেত্তিনো বলছেন, মেসি যদি এস্পানিওলে খেলতেন, তাহলে এস্পানিওলের কোচের দায়িত্ব কখনোই ছাড়তেন না, ‘মেসি এস্পানিওলে যোগ দেওয়ার খুব কাছে চলে গিয়েছিল। হয়ত সেখানে গেলে সে আরও বড় তারকা হতে পারত। হয়ত আমিও তাকে কোচিং করাতে পারতাম! তাহলে তো এস্পানিওল কখনোই ছাড়তাম না!’

    আগামীকাল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টটেনহাম ও বার্সেলোনা।