বোর্ডের চুক্তি প্রত্যাখ্যান করলেন লুইস
২০১৬ সালে অভিষেকের পর থেকেই হয়ে উঠেছে দলের অন্যতম ভরসা। তবে ক্যারিয়ারের শুরুতেই বোর্ডের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস। কাল ঘোষিত নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছেন তিনি। ফলে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলে নাও থাকতে পারেন লুইস।
জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৫৭, ওয়ানডেতেও ঝড়ো সূচনা এনে দলকে। এই সুবাদে ফ্র্যাঞ্চাইজি লিগেও লুইসের চাহিদা বেড়েছে কয়েকগুণ। এই বছরের জানুয়ারিতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রায় ৪ কোটি টাকার আকর্ষণীয় চুক্তি সাক্ষর করেছেন লুইস। মোটা অংকের টাকায় খেলছেন বিপিএলের ঢাকা ডায়নামাইটসের হয়ে, খেলছেন অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও।
আগামী এক বছরের জন্য ক্রিকেটারদের সাথে নতুন চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এই চুক্তি মনের মতো হয়নি লুইসের। গেইল, নারাইন, রাসেল, পোলার্ডদের মতো চুক্তি প্রত্যাখ্যান করে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাকেই বেশি ভালো মনে করছেন লুইস।
ভারতের বিপক্ষে সিরিজের আগে লুইসের সাথে আরেক দফা আলোচনা করার কথা রয়েছে বোর্ডের। শেষ পর্যন্ত লুইস নতুন চুক্তিতে রাজি হন কিনা, সেটাই দেখার বিষয়।