• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোর বিশ্রাম দরকার ছিল: আলেগ্রি

    রোনালদোর বিশ্রাম দরকার ছিল: আলেগ্রি    

     

    ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই তিনি দেখেছিলেন লাল কার্ড। ইয়ং বয়েজের বিপক্ষে তাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হচ্ছে না জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদোর। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি অবশ্য বলছেন, এই বিশ্রামটা রোনালদোর জন্য ভালোই হয়েছে!

    জেসন মুরিলোর মাথায় হাত দিয়ে ধরার কারণে রেফারির লাল কার্ড দেখিয়েছিলেন রোনালদোকে। ওই লাল কার্ডের কারণে ইয়ং বয়েজের বিপক্ষে যা মাঠে নামতে পারবেন না সিআর সেভেন। এতে রোনালদো হয়ত অখুশি হলেও আলেগ্রি কিন্তু এর উল্টোটাই বলছেন, ‘রোনালদোর বিশ্রামের দরকার ছিল। সে টানা অনেকগুলো ম্যাচ খেলেছে। শনিবার নাপোলির বিপক্ষে সে দুর্দান্ত ছিল, অনেক ধকল গিয়েছে তার ওপর। এটাই এখন পর্যন্ত জুভেন্টাসে তার সেরা পারফরম্যান্স ছিল। ওই ম্যাচের পর আবার চ্যাম্পিয়নস লিগ খেলতে নামলে কষ্ট হয়ে যেত। আর সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তার বিশ্রাম দরকার।’

    এদিকে রোনালদোর না খেলায় কিছুটা হতাশ ইয়ং বয়েজ কোচ জেরার্ডো সিওনে, ‘রোনালদো আমাদের বিপক্ষে খেলছে না, এটা খুবই হতাশার ব্যাপার। তার মতো ফুটবলারের বিপক্ষে খেলাটা সৌভাগ্যের ব্যাপার। সে না খেললেও জুভেন্টাস শক্তিশালী দল। কিন্তু রোনালদো থাকলে আমরা অনেক খুশি হতাম।’

    আজ ঘরের মাঠে ইয়ং বয়েজকে আতিথিয়তা দেবে জুভেন্টাস।