• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতলেই অবসর নেবেন তাহির

    দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতলেই অবসর নেবেন তাহির    

     

    বয়স তার ৪০ ছুঁই ছুঁই। তার বয়সী ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকা স্পিনার ইমরান তাহিরের মাথায় স্বাভাবিকভাবেই তাই অবসরের ভাবনা এসে পড়ে। তাহির বলছেন, ২০১৯ বিশ্বকাপ জিতলে সাথে সাথেই জাতীয় দলকে বিদায় বলবেন তিনি।

    তাহির বলছেন, জাতীয় দলে ‘বোঝা’ হয়ে না থেকে সম্মানের সাথেই বিদায় নিতে চান, ‘আমি দলকে নিজের সেরাটা দিতে চাই। আমি নিজের ক্যারিয়ারকে খুব বেশি দীর্ঘায়িৎ করতে চাই না। সম্মানের সাথেই বিদায় বলতে চাই। অবসর নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে একটা ব্যাপারই বলব, ২০১৯ বিশ্বকাপ যদি জিতি, তাহলে সাথে সাথেই দক্ষিণ আফ্রিকাকে বিদায় বলে দেবো।’

    শ্রীলংকার বিপক্ষে দলে ছিলেন না, ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজে। বিশ্বকাপকে সামনে রেখে তাহির বেশি মনোযোগ দিচ্ছেন নিজের ফিটনেসে, ‘ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমাদের দলের সবাই খুব ফিট, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে ফিট রাখতেই হবে। বিশ্বকাপটাই এখন প্রধান লক্ষ্য। সেটাকে সামনে রেখেই নিজের ফিটনেস ও বোলিংয় নিয়ে কাজ করছি। অধিনায়ক আমাকে যখন ও যেভাবে বল করতে বলেন, আমি দলের জন্য সেটাই করবো।’