• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কেইনকে নিয়েই বেশি ভাবছে বার্সা

    কেইনকে নিয়েই বেশি ভাবছে বার্সা    

     

    গত কয়েক মৌসুম ধরে টটেনহামের মূল ভরসা তিনিই। স্পার্সদের বিপক্ষে খেলতে গেলে হ্যারি কেইনকে একটু বেশি ভাবে প্রতিপক্ষ দলগুলো। বার্সেলোনাও সেটার ব্যতিক্রম করল না। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচের আগে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, কেইনকে আটকানোর বিশেষ প্রস্তুতি নিচ্ছে বার্সা রক্ষণভাগ।

    এই মৌসুমে সব মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন কেইন, গোল করেছে পাঁচটি। বার্সার বিপক্ষে যেন কিছুতেই গোল না পান, সেই ব্যাপারে রক্ষণকে সতর্ক করলেন ভালভার্দে, ‘কেইন কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার, এটা আমরা জানি। টতেনহামের বিপক্ষে মাঠে নামা আগে তাকে নিয়ে বিশেষভাবে ভাবতে হচ্ছে। আমরা চাই সে যেন এই ম্যাচে নিজের সেরা ফর্ম খুঁজে না পায়। তাকে আটকাতে হলে ডিফেন্ডারদের সবসময়ই তৈরি থাকতে হবে।’

    বিশ্বকাপে কেইনের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল ইভান রাকিটিচের। বাসা মিডফিল্ডার রাকিটিচ বলছেন, কেইনকে আটকানো সহজ হবে না, ‘বিশ্বকাপে তার বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে। দারুণ ফুটবলার তিনি। তার বিপক্ষে খেলাটা মোটেও সহজ কাজ না। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

    রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ওয়েম্বলি মুখোমুখি বার্সেলোনা-টটেনহাম।