কোপা আমেরিকা ব্যর্থতার দায় নিলেন নেইমার
কোপা আমেরিকায় ব্রাজিলের ব্যর্থতাকে তাঁর ভুলের মাশুল বলে স্বীকার করেছেন সেলেসাও দলপতি নেইমার। একইসাথে তাঁর দাবী, নিজের ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে আর এমনটা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলার শেষ পর্যায়ে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিণামে চড়া মূল্যই দিতে হয় নেইমার ও তাঁর দলকে। চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন ব্রাজিলের 'পোস্টার বয়'। আর নেইমারবিহীন ব্রাজিল টাইব্রেকারে হেরে ছিটকে পড়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে।
দলের এমন পরিণতিতে হতাশও হতে পারেন নি বলে দাবী নেইমারের, “কারণ দোষ বা ভুল যাই বলেন সেটা আমারই ছিল।” তবে এমন ভুল আর হবে না বলেও প্রতিশ্রুতি দিলেন সেলেসাও সেনসেশন, “এখান থেকে শিক্ষা যা হওয়ার আমার হয়ে গেছে।”
নেইমারের বাজে সময়টাকে দীর্ঘায়িত করতেই যেন হানা দিয়েছিল অসুস্থতা। তবে সব কাটিয়ে গত শনিবার মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন বার্সেলোনা ফরোয়ার্ড। “মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। এত তাড়াতাড়ি ফিরতে পেরেছি বলে নিজেই অবাক হচ্ছি।”
২০১৬ অলিম্পিক গেমসে সোনালি হলুদ জার্সি ফের গায়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই তরুণ তুর্কি, “সবাই জানে আমি অলিম্পিক খেলতে চাই। আশা করি লোকে যেন আমাকে আমার মতো খেলতে দেবে।”