মিথ্যা সাক্ষ্যের অভিযোগ থেকে রেহাই পেলেন মদ্রিচ
তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সাবেক ক্লাব ডায়নামো জারগেভের প্রধান নির্বাহী দ্রাভকো ম্যামিকের বিরুদ্ধে করা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এবারের বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচের কয়েক বছরের জেল হতে পারে, শঙ্কা জেগেছিল এমনটাই। তবে শেষ পর্যন্ত সেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার মামলা থেকে মুক্তি পেলেন ক্রোয়েশিয়া অধিনায়ক। ক্রোয়েশিয়ার আদালত বলছেন, মদ্রিচ কোনো মিথ্যা সাক্ষ্য দেননি।
২০০৮ সালে ডায়নামো জারগেভ থেকে টটেনহামে পাড়ি জমান মদ্রিচ। তখন থেকেই গুঞ্জন ছিল, এই দলবদলে নাকি নানা ফাঁক ফোকর রেখেছিলেন তখনকার জারগেভের প্রধান নির্বাহী দ্রাভকো ম্যামিক। পরবর্তীতে ম্যামিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। ম্যামিক জানিয়েছিলেন, মদ্রিচের ব্যাপারে তাঁর ক্লাবের সাথে টটেনহামের চূড়ান্ত চুক্তি হয়েছিল ২০০৮ সালে। অন্যদিকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময় মদ্রিচ বলেছিলেন, টটেনহামের সাথে তাঁর চুক্তি হয়েছিল ২০০৪ সালেই!
গোলমেলে এই সাক্ষ্য দেওয়াতেই ফেঁসে যান মদ্রিচ। পড়ে অবশ্য বলেছিলেন, তিনি আসলে মনে করেছিলেন ক্লাবের সাথে তার ব্যক্তিগত চুক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে। মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, এই অভিযোগে ছয় মাস থেকে পাঁচ বছরের জেল হতে পারত মদ্রিচের। গত বছর থেকেই বেশ কয়েকবার আদালতের চক্কর কাটতে হয়েছে, হজম করতে হয়েছে নানা সমালোচনাও।
শেষ পর্যন্ত তাকে এই অভিযোগ থেকে রেহাই দিল ক্রোয়েশিয়া আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ফুটবল ফেডারেশন।