• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ''বড় ক্লাব নয় সিটি!''

    ''বড় ক্লাব নয় সিটি!''    

    চ্যাম্পিয়ন্স লীগের ড্র হয়েছে ক’দিন আগেই। মাঠে খেলা গড়াতে আরো কিছুদিন এখনো বাকি। কিন্তু, ইউরোপ সেরাদের লড়াইয়ের উত্তাপ ইতিমধ্যেই ছড়িয়ে গেছে ভক্ত থেকে শুরু করে খোদ খেলোয়াড়দের মাঝেও। এই উত্তাপ ছুঁয়ে গেল ইতালির বিশ্বকাপ জয়ী গোলকিপার জিয়ানলুইজি বুফনকেও। জুভেন্টাসের এই অভিজ্ঞ অধিনায়ক একই গ্রুপে থাকা প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে তাই খোঁচা দিয়ে বললেন,”চ্যাম্পিয়ন্স লীগ না জেতা পর্যন্ত বড় দল হতে পারবে না ম্যান সিটি।”
     

    চলতি মৌসুমে সিটি কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি এখন পর্যন্ত দলবদলের পিছনে ব্যয় করেছেন প্রায় ১৫০ মিলিয়ন ইউরো। এই বিশাল পরিমান অর্থ ব্যয় করে তিনি দলে ভিড়িয়েছেন স্টার্লিং, ওটেমান্দি ও ডি ব্রুইনদের মত তারকাদের। এত পরিমাণ অর্থব্যয় দেখে বুফন মনে করেন, এবার সিটিজেনরা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে বেশ মরিয়াই হয়ে আছে।
     

    তবে এই কিংবদন্তি গোলকিপার বিশ্বাস করেন, ”অর্থ দিয়ে বড় তারকা কেনা গেলেও বড় দল হওয়ার সত্ত্ব কেনা যায় না। এর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হয়। দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা জুভেন্টাস যখন সিরি ‘বি’ তে খেলেছে তখনো তারা জুভেন্টাসই ছিলো। এমনকি সাম্প্রতিক সময়ে কোন ট্রফি না জিতলেও রিয়াল মাদ্রিদ (১০ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী) কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড (তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী) কে বড় দল হিসেবেই গণ্য করা হয়।”  
     

    আগামী ১৫ সেপ্টেম্বর গ্রুপ-ডি এর প্রথম লেগে আকাশী নীলদের বিপক্ষে খেলবে বুফনের জুভেন্টাস। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সেভিয়া ও বরুসিয়া মনশেনগ্লাডবাখ হওয়ায় এই গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ'-ই বলা যায়। তবে বুফন মনে করেন এই টুর্নামেন্টে ‘গ্রুপ অব ডেথ’ বলতে কিছু নেই। তার এই মনোভাবের পক্ষে যুক্তি দিয়ে বলেন,”এটা চ্যাম্পিয়ন্স লীগ। এখানে কোন সহজ গ্রুপ নেই।  তবে এটি অনেক শক্তিশালী একটা গ্রুপ যেখানে চারটা ক্লাবেরই টুর্ণামেন্টে অনেক দূর যাওয়ার সামর্থ্য রয়েছে।”
     

    জিয়ানলুইজি বুফন ক্যারিয়ারে এখনো চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জিততে পারেন নি। তাঁর অসংখ্য অর্জনসমৃদ্ধ ক্যারিয়ারে একটা ট্রফিরই ঘাটতি রয়ে গেছে। গত মৌসুমে সেই অধরা ট্রফির নিকটে গিয়েও ছোঁয়া হয়নি ফাইনালে বার্সার কাছে ১-৩ গোলে হেরে। সিটিজেনদের মত এবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার জন্য বুফনও দৃঢ় প্রতিজ্ঞ। তার সেই দৃঢ়তা প্রকাশ করে বললেন,”চ্যাম্পিয়ন্স লীগ একমাত্র প্রতিযোগিতা, যা আমার জেতা হয় নি। আমি জানি এটা আমার ভাগ্যে আছে কিনা তবে আমি এটা জিততে চাই। গতবার এটা জেতার সুবর্ণ সুযোগ ছিলো। কিন্তু, আমি বলবো না যে সেটাই আমার শেষ সুযোগ ছিল।”