• " />

     

    ভারতের কাছে শেষে গিয়ে সব শেষ হলো 'ছোট'দেরও

    ভারতের কাছে শেষে গিয়ে সব শেষ হলো 'ছোট'দেরও    

    ভুল বুঝাবুঝিটা হলো মোক্ষম সময়ে। আর দুই রান হলেই ম্যাচটা টাই হয়, রকিবুল হাসান বলটা খেলেছিলেন পয়েন্টে। সেই রানটা হলো না, হলো রান-আউট। ওটাই শেষ উইকেট ছিল, যার পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও বাংলাদেশ পুড়লো ওই শেষে গিয়ে সব শেষ হয়ে যাওয়ার আগুনে। ভারতের কাছে মাত্র ২ রানে হেরে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের। 

    এশিয়া কাপে ভারতের সঙ্গে হার্ডলটা শুধু পেরুতে পারলো তাই মেয়েরাই। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর জাতীয় দল এশিয়া কাপের ফাইনালে হেরেছে ভারতের সঙ্গে, আর অনূর্ধ্ব-১৯ হারলো সেমিফাইনালে।

    ১৭৩ রানের লক্ষ্য ছিল, ৬৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে চাপ থেকে উদ্ধার করলেন শামীম হোসেন ও আকবর আলি। ৬ষ্ঠ উইকেটে দুজনের জুটি ৭৪ রানের। ভারতকে এরপর ব্রেকথ্রু এনে দিয়েছেন হার্শ তিয়াগি, ৪৫ রান করে তার বলে ক্যাচ দিয়েছেন আকবর। তখন ৮৯ বলে ৩৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, ছিলেন ফিফটি করা শামীমও। 

    ১৬১ রান পর্যন্ত বাংলাদেশকে টানলেন শামীম, ৫৯ রান করে ক্যাচ দিলেন অজয় গঙ্গাপুরামের বলে। সে রানেই ফিরলেন শরিফুলও। এরপর শেষ আশা দিয়েছিল রকিবুল-মিনহাজুরের শেষ উইকেট জুটি। তবে শেষে গিয়ে শেষ হয়ে গেছে সেটাও। 

    মিরপুরে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। তৃতীয় ওভারেই ব্রেকথ্রু দিয়েছিলেন শরিফুল, ইয়াশাভি জয়সওয়াল ও দেভদূত পাডিকালের ৬৬ রানের জুটি। ভারতের ইনিংসে এরপর নেমেছিল ধস, ৮ রানেই হারিয়েছে ৪ উইকেট। 

    ৬ষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটিতে ভারত সে ধস সামলেছে, তবে শেষ পর্যন্ত যেতে পেরেছিল ১৭২ রান পর্যন্তই। ১০ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শরিফুল, মাঝে ৩ ওভারের স্পেলে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তৌহিদ হৃদয়।