• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চোখ হারাতে বসেছিলেন ফিরমিনো

    চোখ হারাতে বসেছিলেন ফিরমিনো    

    ওয়েম্বলিতে টটেনহাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে লিভারপুল। ৭৩ মিনিটে নাবি কেইটার লম্বা পাস বাড়ালেন রবার্তো ফিরমিনোর দিকে। লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার বল নিয়ন্ত্রণে আনতে যাবেন, তখনই হঠাৎ ইয়ান ভার্টনহেনের আঙ্গুল গিয়ে লাগল তার চোখে। লেগেছে বললে ভুল হবে, আক্ষরিক অর্থেই বেলজিয়ান ডিফেন্ডারের আঙ্গুলের অনেকটা চোখেই ঢুকে গিয়েছিল ফিরমিনোর। মুহূর্তেই চোখে হাত দিয়ে মাটিতেই লুটিয়ে পড়লেন তিনি। সাথে সাথেই নেওয়া হল ওয়েম্বলির পাশের এক হাসপাতালে। চিকিৎসকেরা অবশ্য পড়ে জানালেন স্বস্তির সংবাদ। তবে ফিরমিনো স্বীকার করেছেন, সেদিন আজীবনের জন্য অন্ধ হয়ে যাওয়ার ভয়টা ভালোমতই গ্রাস করেছিল তাকে।

     

     

    “সত্যি বলতে, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। শুরুতে বাম চোখে ঠিকমত দেখতেই পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল, ঐ চোখে হয়ত দেখতেই পাব না আজীবন। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ শেষ পর্যন্ত ভয়ঙ্কর কিছুই হয়নি। চিকিৎসকদেরও ধন্যবাদ। তাদের দেওয়া ব্যথানাশক ঔষধ সেবনের পর ব্যথা কমে যায়। ঐ ঘটনার পর থেকে নিয়মমাফিক ঔষধ সেবন করছি তাদের নির্দেশনা অনুযায়ী। একজন ফুটবলার হিসেবে আমার চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ আছি। চোখের অবস্থা এখন বেশ ভাল। হালকা লাল হয়ে আছে অবশ্য, তবে আশা করি সময়ের সাথে ঠিক হয়ে যাবে।”